সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার ভারতীয় মহিলা যাত্রীকে দিল্লিগামী সমঝোতা এক্সপ্রেসে চড়তে আটকে দিল পাক রেলওয়ে কর্তৃপক্ষ৷ তাদের দাবি, ওই যাত্রীদের কাছে ভ্রমণ সংক্রান্ত যে নথিপত্র আছে তা অসম্পূর্ণ৷ সমস্ত নথিপত্র সঠিকভাবে পূরণ করার পরই বৃহস্পতিবার তাঁরা ভারতে যাওয়ার জন্য ট্রেন ধরতে পারবেন৷
এদিকে যাত্রা বাতিল হওয়ায় ওই ভারতীয় মহিলারা ওয়াঘা স্টেশনে প্রতিবাদ জানান৷ তাঁদের একজন কান্নায় ভেঙে পড়ে বলেন, “ওরা বলছে আমাদের যাত্রার নথিপত্র অসম্পূর্ণ৷ আমার পরিবারের সদস্যরা আমার জন্য ভারতে অপেক্ষা করছেন৷”
জানা গিয়েছে, সম্প্রতি ভারত-পাক সম্পর্কের অবনতির জেরেই রেলযাত্রীদের নথিপত্রের বিষয়টি এমন খুঁটিয়ে দেখছে পাক প্রশাসন, যাতে ওদেশ থেকে অবাঞ্ছিত কেউ ভারতে প্রবেশ করতে না পারে! সেই জন্যই নথিপত্রের অসম্পূর্ণতার জন্য ওই চার মহিলাকে আটকে রাখা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এছাড়াও যাত্রার আগে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়েছে রেলের প্রতিটি কামরায়। জানা গিয়েছে, ১০০জন পাকিস্তানি এবং ৮৪জন ভারতীয়কে নিয়ে কড়া নিরাপত্তার মধ্যে দিল্লি অভিমুখে রওনা দিয়েছে সমঝোতা এক্সপ্রেস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.