সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থের অভাবে ধুঁকছে শ্রীলঙ্কা (Sri Lanka)। পিঠ বাঁচাতে দেশ ছেড়েছেন রাষ্ট্রপতি গোতবায়া রাজাপক্ষে। পদত্যাগও করেছেন তিনি। তবু নিভছে না ক্ষোভের আগুন। দ্বীপরাষ্ট্রের এমন পরিস্থিতির জন্য আঙুল উঠছে প্রাক্তন রাষ্ট্রপতির দিকেই। এমন পরিস্থিতিতে নিজের ইস্তফাপত্রে সাফাই দিলেন গোতাবায়া রাজাপক্ষে। লিখলেন, “আমি আমার ক্ষমতা অনুযায়ী দেশমাতৃকার সেবা করেছি। ভবিষ্যতেও একইভাবে সেবা করব।” এদিকে দেশবাসীর পাশে দাঁড়াতে বিদেশ থেকে ডলার পাঠাচ্ছে প্রবাসী সিংহলীরা।
রাষ্ট্রপতি পদত্যাগ করলেও শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতির কোনও উন্নতি নেই। জ্বালানির অভাবে ধুঁকছে দ্বীপরাষ্ট্রটি। পেট্রল পাম্পের সামনে লম্বা লাইন আমজনতার। এদিকে আকাশ ছুঁয়েছে বাজারমূল্য। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৩০ শ্রীলঙ্কান রুপিতে। ২০১৯ সালের তুলনায় ডালের দাম বেড়েছে ৪১৭ শতাংশ। এই বাজারে প্রতি কেজি ডালের দাম দাঁড়িয়েছে ৬২০ রুপি। প্রতি কেজি চিনির দাম দাঁড়িয়েছে ৩৪০ রুপি। চালের দাম বেড়ে হয়েছে প্রতি কেজি ২২০ রুপি। বেড়েছে মাছ, লঙ্কা, নারকেল-সহ বিভিন্ন শাক সবজির দাম। পরিস্থিতি সামাল দিতে উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন বলে সাফাই দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার সংসদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। সেখানেই গোতাবায়া রাজাপক্ষের (Former Sri Lankan president Gotabaya Rajapaksa) ইস্তফাপত্র পড়া হয়। চিঠিতে গোতাবায়ার সাফাই, “দেশের জন্য নিজের সাধ্যমতো সব করেছি। ভবিষ্যতেও একইভাবে কাজ করে যাব।”
এদিকে শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাংকের তরফে প্রবাসী সিংহলীদের কাছে আর্থিক সাহায্য চাওয়া হয়েছে। আবেদনে সাড়া দিয়ে তারা ডলারের মাধ্যমে আর্থিক সাহায্য় পাঠানো হচ্ছে। গত ২৪ ঘণ্টায় টুইটারে ট্রেন্ডিং হয়েছে #SriLankaDollarChallenge হ্যাশট্যাগ। আপলোড করা হচ্ছে টাকা জমা করার স্লিপের ছবিও। সবমিলিয়ে শ্রীলঙ্কার হাল ফেরাতে, দেশবাসীর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন প্রবাসীরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.