Advertisement
Advertisement
Shinzo Abe

মঞ্চে ভাষণ দেওয়ার সময় আততায়ীর গুলি, মৃত্যুর মুখে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

মঞ্চের উপরেই লুটিয়ে পড়তে দেখা যায় শিনজো আবেকে।

Former Japan Prime Minister Shinzo Abe has been shot in the city of Nara। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 8, 2022 9:36 am
  • Updated:July 8, 2022 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর জখম জাপানের (Japan) প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। পশ্চিম জাপানের নারা শহরে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আচমকাই তাঁর উপরে গুলি চালায় আততায়ী। মঞ্চের উপরেই লুটিয়ে পড়তে দেখা যায় শিনজো আবেকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে তাঁর বুকে গুলি লেগেছে। রক্তাক্ত অবস্থায় আবেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে শোনা যায়। সংবাদ সংস্থা এএফপি সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

জাপানের সময় সকাল সাড়ে এগারোটায় (ভারতীয় সময়ে সকাল ৮টা ২৯ মিনিটে) ওই হামলা চালানো হয়। আততাতীয় একজন পুরুষ বলে জানা গিয়েছে। জাপানের এক সাংবাদিক জানিয়েছেন, তিনি গুলির শব্দও পেয়েছেন। গুলি চালানোর সঙ্গে বুকে হাত দিয়ে মঞ্চেই লুটিয়ে পড়তে দেখা যায় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। 

Advertisement

[আরও পড়ুন: ‘নূপুর শর্মার জিভ কাটলেই মিলবে ২ কোটি’, ভিডিও ভাইরাল হতেই পুলিশের জালে অভিযুক্ত]

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর শরীরে প্রাণের কোনও স্পন্দন দেখা যায়নি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। এদিকে গুলি চালানোর পরই আততায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

[আরও পড়ুন: ‘দম থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখাক’, তৃণমূলকে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের, জবাব দিলেন কুণাল]

উল্লেখ্য, ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। ওই বছরের আগস্টে শারীরিক অসুস্থতার জেরে ইস্তফা দেন তিনি। সেই সময় জাপানের জাতীয় সংবাদ সংস্থা এনএইচকে (NHK)-এর তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী আবের শারীরিক অবস্থা ভাল নয়। যতদিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে। এর ফলে দেশকে নেতৃত্ব দিতে সমস্যা হচ্ছে তাঁর। এরপরই সাংবাদিক সম্মেলনে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন আবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement