সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি নির্দোষ। ফেডেরাল আদালতে হাজিরা দিয়ে এমনই দাবি করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। উল্লেখ্য,দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে আদালতে দাঁড়াচ্ছেন, এই দৃশ্য আমেরিকার (US) ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। দেশের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া, বিচারবিভাগকে বিভ্রান্ত করার মতো একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আর সেই মামলাতেই নিজেকে নির্দোষ বলে দাবি করতে দেখা গেল তাঁকে।
এদিন শুনানিতে হাজিরা দেওয়ার সময় তাঁর পরনে ছিল নেভি ব্লু স্যুট, সাদা শার্ট ও লাল টাই। তিনি তাঁর বিরুদ্ধে থাকা ৩৭টি অভিযোগের সব ক’টিকেই অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তাঁর পক্ষে টড ব্ল্যাঙ্ক আরজিগুলি তুলে ধরেন ফেডেরাল ম্যাজিস্ট্রেট জাজের সামনে। আরজি পেশ করার পর নিউ জার্সিতে ফিরে যান ট্রাম্প। সেখানে কয়েকটি জনসভায় অংশ নেন তিনি। ২০২৪ প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াচ্ছেন ট্রাম্প। এরপর ফের ২৭ জুন আদালতে হাজিরা দেওয়ার কথা তাঁর। আদালত তাঁর ভ্রমণে কোনও নিষেধাজ্ঞা জারি না করলেও মামলা সম্পর্কে আলোচনা করতে নিষেধ করেছে ট্রাম্পকে।
গতকাল মঙ্গলবার অনেক আগেই আদালতে হাজিরা দেওয়ার জন্য মায়ামি পৌঁছে যান ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পুনরাবৃত্তি হতে পারে আশঙ্কা থাকলেও তেমন কিছু ঘটেনি। ঠিক কী অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে? সূত্রের খবর, একটি শত্রু দেশের বিরুদ্ধে আক্রমণের ছক কষেছিল পেন্টাগন। কিন্তু সেই তথ্য ফাঁস করার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে।
অন্যদিকে, প্রেসিডেন্ট পদে থাকাকালীন প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র নিজের রিসর্টে সরিয়ে রেখেছিলেন তিনি। ট্রাম্পের বাড়ি থেকে উদ্ধার হয় একাধিক নথি। তারপরেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, তথ্য চুরির মতো গুরুতর অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। তাঁকে অভিযুক্ত হিসাবে ঘোষণাও করে মার্কিন আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.