সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাপ্ত মার্কিন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়৷ প্রয়াত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ এইচ ডাবলিউ বুশ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর৷ স্থানীয় সময়, শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷
The 41st President of the United States of America, George H W Bush, passed away on November 30 (local time, December 1 IST)
Read @ANI Story | https://t.co/B805eiWJ8t pic.twitter.com/43106hkXV5
— ANI Digital (@ani_digital) December 1, 2018
[খলিস্তানি জঙ্গির সঙ্গে সিধুর ছবি, এনআইএ তদন্তের দাবি স্বামীর]
আমেরিকার ৪১তম প্রেসিডেন্ট ছিলেন প্রয়াত জর্জ হারবার্ট ওয়াকার বুশ৷ ১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি৷ চলতি বছরের এপ্রিল মাসে স্ত্রী বারবারার মৃত্যুর পর থেকেই ভেঙে পড়েছিলেন সিনিয়র বুশ৷ একের পর এক রোগে জর্জরিত হয়ে পড়েছিলেন তিনি৷ কূটনীতিবিদদের মতে সিনিয়র বুশের দেখানো পথেই আমেরিকার রাশ সামলেছেন তাঁর পুত্র তথা আরেক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ৷ মৃত্যু চিরন্তন৷ তবে শুধু আমেরিকা নয়, সমগ্র বিশ্বের ইতিহাসেই ছাপ রেখে গিয়েছেন সিনিয়র বুশ৷ তৃতীয় বিশ্বযুদ্ধের আশংকা নাশ করে তাঁর আমলেই পতন হয় সোভিয়েত ইউনিয়নের৷ শেষ হয় ঠান্ডা লড়াই৷
শুধু তাই নয়, ডামাডোল পরিস্থিতে আমেরিকাকে সঠিক দিশায় নিয়ে যান তিনি৷ অনেকেই তাঁকে বিচক্ষণ রাজনীতিবিদ বলে মনে করলেও একাংশের কাছে তিনি ছিলেন ‘ভিলেন’৷ সিনিয়র বুশের আমলেই চিনে ঘটে তিয়েনআনমেন স্কোয়ার গণহত্যা৷ লালচিনের সিপাহীদের গুলিতে একের পর এক লুটিয়ে পড়েছিলেন পড়ুয়ারা৷ বেজিংয়ের পথ লাল হয়ে উঠেছিল গণতন্ত্রের দাবিতে উত্তাল ছাত্রদের রক্তে৷ কয়েকশো ছাত্র মারা গেলেও সেদিন চিনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করেননি সিনিয়র বুশ৷
বুশের আমলে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল ইরাকের কুয়েত আক্রমণ৷ ১৯৯০ সালে তেল তোলা নিয়ে বিবাদের সূত্র ধরে কুয়েত আক্রমণ করেন ইরাকের একনায়ক সাদ্দাম হুসেন৷ তারপরই সিনিয়র বুশের নির্দেশে শুরু হয় অপারেশন ‘ডেজার্ট স্টর্ম’৷ দীর্ঘদিনের যুদ্ধে অবশেষে মার্কিন জোটের কাছে হার স্বীকার করে ইরাক৷ কুয়েত থেকে সরে যায় সাদ্দামের সেনা৷ সব মিলিয়ে সিনিয়র বুশের মৃত্যুতে মার্কিন ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায়ে ইতি পড়ল৷
[ভগৎ সিং জঙ্গি, জম্মু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মন্তব্যে বিতর্ক তুঙ্গে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.