Advertisement
Advertisement

Breaking News

Imran Khan

পাকিস্তানে আরও কোণঠাসা ইমরান, আর্থিক দুর্নীতির অভিযোগে হতে পারেন গ্রেপ্তার

অস্বস্তিতে পড়েও পালটা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিচ্ছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

Former Pakistan prime minister Imran Khan could be arrested by FIA। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 21, 2022 9:54 am
  • Updated:August 21, 2022 9:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেপ্তার হতে পারেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। অবৈধ তহবিল মামলায় তাঁর বিরুদ্ধে কিছু প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে দু’টি নোটিস পাঠানোর পরও সেদেশের শীর্ষ তদন্তকারী সংস্থা এফআইএ’র কাছে হাজিরা দেননি তিনি। ফলে তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। পাকিস্তানের এক সংবাদমাধ্যমের দাবি তেমনই।

শুক্রবারই এফআইএ দ্বিতীয় নোটিস পাঠিয়েছিল ইমরানকে। কিন্তু পিটিআই সুপ্রিমো তাদের ডাকে সাড়া দেননি। এর আগে ১০ আগস্ট পাঠানো নোটিসও একই ভাবে উপেক্ষা করেছিলেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, এই ভাবে একের পর এক নোটিস উপেক্ষা করে নিজের বিপদ বাড়াচ্ছেন ইমরান। এতে তাঁর গ্রেপ্তারির পথই কার্যত প্রশস্ত হচ্ছে। মনে করা হচ্ছে, তৃতীয় নোটিসটিও যদি ইমরান এড়িয়ে যান, তাহলে তাঁকে গ্রেপ্তার করা হবে।

Advertisement

[আরও পড়ুন: ডুরান্ড অভিযানের শুরুতেই ধাক্কা, রাজস্থান ইউনাইটেডের কাছে পরাস্ত মোহনবাগান]

তবে এহেন পরিস্থিতিতেও পালটা আক্রমণের পথই বেছে নিচ্ছেন কিংবদন্তি ক্রিকেটার। ইমরান গত বুধবার উলটে এফআইএ’কে হুঁশিয়ারি দেন, তাঁর বিরুদ্ধে জারি করা নোটিস ফিরিয়ে না নিলে তিনি আইনি পদক্ষেপ করবেন। তাঁর বক্তব্য, ”আমি আপনাকে উত্তর দিতে দায়বদ্ধ নই। আপনাকে তথ্য দেওয়ার দায়ও আমার নয়। যদি দু’দিনের মধ্যে নোটিস না ফিরিয়ে নেওয়া হয়, আমি আপনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব।” কিন্তু তাঁর এই হুঁশিয়ারিকে যে তদন্তকারী সংস্থাটি পাত্তা দিচ্ছে না তা পরিষ্কার হয়ে যায় শুক্রবার ইমরানকে তারা দ্বিতীয় নোটিসটি পাঠানোয়।

এদিকে পাকিস্তানে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ইমরানের ভাষণের ‘লাইভ’ সম্প্রচার। সেদেশের ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণকারী সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, একমাত্র ইমরানের বক্তৃতার রেকর্ড দেখানো যাবে। যাতে ভাষণটি পর্যবেক্ষণ করে প্রয়োজনমতো সম্পাদনা করা যেতে পারে। সব মিলিয়ে কুরসি হারিয়ে পাকিস্তানে ক্রমেই কোণঠাসা ইমরান। এই পরিস্থিতিতে তিনি কোনও নয়া রাজনৈতিক চাল চালেন কিনা আপাতত সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: প্রেমিককে মেনে নেয়নি পরিবার, কিশোরীর অন্যত্র বিয়ের পরই উদ্ধার নাবালক যুগলের দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement