সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন জেলবন্দি ইমরান খান। দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় বিশেষ ভূমিকা পালনের জন্য নোবেল কমিটির কাছে জেলবন্দি ইমরানের নাম প্রস্তাব করল এক সংগঠন। তবে এই প্রথমবার নয়। ইতিপূর্বে ২০১৯ সালেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি।
নরওয়ের রাজনৈতিক দল পারটেইট স্যানট্রামের সঙ্গে যুক্ত মানবাধিকার সংগঠন মেম্বারস অফ দ্য পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স। গত ডিসেম্বরে তৈরি হওয়া এই সংগঠন মূলত মানবাধিকারের জন্য লড়াই করে। তাদের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ‘পাকিস্তানে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ইমরান খানের ভূমিকা রয়েছে। সেই অবদানকে স্বীকৃতি দিতেই নোবেল শান্তি পুরস্কারের জন্য তাঁর নাম প্রস্তাব করা হল।’ তবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী আদৌ এই পুরস্কার পাবেন কি না তা চূড়ান্ত হবে আটমাস পর। দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত হবে নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম। উল্লেখ্য, প্রতি বছরই নরওয়ের নোবেল কমিটির কাছে কয়েক শো নাম জমা পড়ে। এবছরও তার অন্যথা হল না।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৫ আগস্ট তোষাখানা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ইমরান। প্রথমে তাঁর ঠাঁই হয়েছিল পাঞ্জাব প্রদেশের অটোক জেলে। সেখান থেকে তাঁকে স্থানান্তর করা হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে। একাধিকবার কারাগারে তাঁর প্রাণনাশের আশঙ্কা করেছেন ইমরানের পরিবার ও সমর্থকরা। এমন পরিস্থিতিতে এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.