Advertisement
Advertisement

Breaking News

প্রযুক্তিতে অস্কার জিতলেন আইআইটি খড়্গপুরের এই প্রাক্তনী

১১ ফেব্রুয়ারি বেভারলি অ্যাকাডেমির তরফে তাঁকে শংসাপত্রও দেওয়া হবে৷

former IIT Kharagpur student to get an Oscar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 9, 2017 9:54 pm
  • Updated:September 11, 2020 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করলেন খড়গপুর আইআইটি-র প্রাক্তন ছাত্র পরাগ হবলদার৷ অসামান্য কৃতিত্বের জন্য অস্কার পুরস্কারে ভূষিত করা হল তাঁকে৷

নিজের কাজ দিয়ে বিজ্ঞানজগতকে বিস্মিত করে দিয়েছেন খড়গপুর আইআইটি থেকে পাশ করা এই ইঞ্জিনিয়ার৷ তাঁর তৈরি ফেসিয়াল পারফরম্যান্স ক্যাপচার টেকনলজি অ্যানিমেশনের দুনিয়ায় নয়া দিশা খুলে দিয়েছে৷ তাঁর হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে অ্যানিমেশনের চরিত্রগুলি৷ ওয়াচমেন, গ্রিন ল্যান্টার্ন, মনস্টার হাউস, দ্য অ্যামেজিং স্পাইডারম্যান ও হ্যানকক হল পরাগের সফল কাজগুলির উদাহরণ৷ আর সেই কারণেই পুরস্কৃত করা হল তাঁকে৷ সোনি পিকচার্স ইমেজওয়ার্কসের সফটওয়্যার সুপারভাইজার পরাগের হাতে ঐতিহ্যবাহী টেকনিক্যাল অ্যাচিভমেন্ট পুরস্কার তুলে দিল অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস৷ ১১ ফেব্রুয়ারি বেভারলি অ্যাকাডেমির তরফে তাঁকে শংসাপত্রও দেওয়া হবে৷ ২৬ তারিখ অস্কার
পুরস্কারের আসল অনুষ্ঠান৷

Advertisement

সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পার্ট-টাইম শিক্ষকতা করেন তিনি৷ সেখান থেকেই গ্রাফিক্স ও কম্পিউটার ভিশন নিয়ে পিএইচডি করেন৷ সাফল্যের শিখর ছোঁয়ার জন্য তাঁকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন হাজার হাজার মানুষ৷

(ওম পুরিকে খুন করেছেন মোদি, পরবর্তী টার্গেট সলমন-ফওয়াদ!)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement