Advertisement
Advertisement

Breaking News

বিপ্লবের স্বপ্ন জাগিয়ে রেখে চলে গেলেন ফিদেল কাস্ত্রো

পার্থিব যাত্রা শেষ হল৷ কিন্তু ইতিহাস সাক্ষী, বিপ্লবের আগুন কখনও নেভে না৷ কাস্ত্রোরও তাই কোনও মৃত্যু নেই৷

Former Cuban President Fidel Castro dead at 90
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 26, 2016 11:36 am
  • Updated:November 26, 2016 11:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপ্লব হল আমৃত্যু সংগ্রাম৷ অতীত থেকে ভবিষ্যতের পথে যার নিরন্তর যাত্রাপথ৷ পুঁজিবাদী শাসনব্যবস্থার মুখের উপর এ কথা শুনিয়ে দিতে পেরেছিলেন তিনি৷ জানিয়ে দিয়েছিলেন, বিপ্লব গোলাপের শয্যা নয়৷ ধনতান্ত্রিক সমাজব্যবস্থার মুখে তিনি যেন ছিলেন শেষ উদ্ধত অহঙ্কার৷ অবজ্ঞাভরে যিনি বলতে পারতেন, পুঁজিবাদ টাকা ব্যবহার করে৷ আমরা ছুঁড়ে ফেলে দিই৷ বিশ্ব জুড়ে বিপ্লবের শামিয়ানা টাঙিয়ে রেখে চলে গেলেন ফিদেল কাস্ত্রো৷ বয়স হয়েছিল ৯০ বছর৷

কিউবার পূর্বাঞ্চলে বিরান জেলায় জন্ম কাস্ত্রোর৷ বাবা ছিলেন নিতান্তই কৃষক৷ দারিদ্রের মধ্যেই কেটেছে ছোটবেলা৷ আর তাই ধনতান্ত্রিক সমাজব্যবস্থা কীভাবে দরিদ্রকে শোষণ করে তা ছোটবেলাতেই উপলব্ধি হয়েছিল তাঁর৷ সেই অভিজ্ঞতাই হয়তো ভবিষ্যতে বিপ্লবের পথে প্রণোদিত করেছিল তাঁকে৷ স্বৈরতান্ত্রিক শাসকের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার স্বপ্ন দেখতেন সেই কৈশোরকাল থেকেই৷ তবে শুধু স্বপ্নেই আটকে থাকেননি৷ তা কাজেও করে দেখিয়েছেন৷ পুঁজির মোহে বিবশ বিশ্বের মধ্যে উদ্ধত বিপ্লবের প্রতিনিধি হয়ে উঠে দাঁড়িয়েছিলেন তিনিই৷ ১৯৫৫ সালে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় চে গুয়েভারার৷ দুজনেই হাত ধরে হাঁটা শুরু হয় সাম্রাজ্যবাদ মুক্ত বিশ্বের স্বপ্নের৷ বাতিস্তার স্বৈরশাসনের উপর ছুঁড়ে দেন তীব্র প্রত্যাঘাত৷ আঘাতও পান চূড়ান্ত৷ কিন্তু বিপ্লব যে আমৃত্যু সংগ্রাম, তা তাঁর থেকে ভাল আর কে জানে৷ আর তাই একদিন মুক্ত করতে পেরেছিলেন কিউবাকে৷ পরে হয়েছিলেন প্রেসিডেন্টও৷

Advertisement

পার্থিব যাত্রা শেষ হল৷ কিন্তু ইতিহাস সাক্ষী, বিপ্লবের আগুন কখনও নেভে না৷ কাস্ত্রোরও তাই কোনও মৃত্যু নেই৷ বিপ্লব কী? তাঁকে জিজ্ঞেস করা হলে বলতেন, শাসকের উপর শোসিতের কর্তৃত্ব স্থাপনই বিপ্লব৷ তবে তা করতে পারেন অল্প কয়েকজনই৷ যেমন, কাস্ত্রো৷ সময়ই তাঁকে তৈরি করেছে, নাকি তিনিই সময়কে তৈরি করেছেন নিজের আদর্শে- সে দ্বন্দ্ব আজ মুলতুবি থাক৷ তিনি নিজে যদিও বলতেন, নিয়তিই এক একটি সময়ের জন্য একজন মানুষকে তৈরি করে দেয়৷ সন্দেহ নেই, জাঁকিয়ে বসা ধনতন্ত্রের মারের মুখ উপর দিয়ে কমিউনিজমের জন্য ফুল তুলে আনা মানুষটি ছিলেন তিনিই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement