সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী ক্ষমতায়নে নয়া নজির গড়ল সৌদি আরব (Saudi Arab)। এই প্রথমবার, হজের (Haj) জন্য মক্কার (Meeca) নিরাপত্তা সামলাচ্ছেন মহিলা নিরাপত্তারক্ষীরা। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হজযাত্রীদের সুরক্ষা দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তাঁরা। সৌদির মহিলা ক্ষমতায়নের ইতিহাসে নিসন্দেহে নজিকবিহীন ঘটনা। তবে আরও একটি কারণে এবারের হজযাত্রা সৌদির মেয়েদের কাছে মাইল ফলক হয়ে রইল। কী সেই কারণ?
করোনা মহামারী আবহে শুধুমাত্র সৌদির বাসিন্দারাই মক্কায় হজের অনুমতি পেয়েছেন। এর মাঝেও আরও এক বড় ঘোষণা করেছে সৌদির হজমন্ত্রক। জানিয়েছে, মহিলারা এবার অভিভাবক ছাড়াই মক্কায় হজ করতে পারবেন। এতদিন অভিভাবক ছাড়া তাঁরা হজে যেতে পারতেন না। এবার সেই প্রথার অবসান হল। তবে অভিভাবকদের ছাড়া হজে যেতে হলে মহিলাদের মানতে হবে শর্ত। কী সেই শর্ত? মহিলাদের হজে যেতে হবে দল বেঁধে। সবমিলিয়ে এ বছর হজযাত্রা মহিলা ক্ষমতায়নে নজির গড়ল।
এবারের হজ যাত্রা বহু মেয়ের স্বপ্নপূরণ করেছে। গত বছরই দেশে মেয়েদের আন্দোলনের মুখে পড়ে সেনা-সহ অন্যান্য নিরাপত্তাবাহিনীতে মহিলাদের নিয়োগ করার সিদ্ধান্ত নেন সৌদির রাজা সলমন। তখনই জানানো হয়েছিল, হজেরও নিরাপত্তার দায়িত্ব সামলাতে পারবেন মহিলা নিরাপত্ত রক্ষীরা। সেই নির্দেশ মোতাবেক এ বছরেই হজের নিরাপত্তায় মহিলাদের নিয়োগ করা হয়। বাবার দেখানো পথে হেঁটে হজযাত্রীদের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন মোনা। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “আমার প্রয়াত বাবার স্বপ্নপূরণ করছি। মক্কা আমাদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। সেখানে দাঁড়িয়ে পুন্যার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করা আমার কাছে স্বপ্ন। সেই স্বপ্নপূরণ হল।”
প্রসঙ্গত, আধুনিকীকরণের পথে হাঁটছে সৌদি। বিদেশি বিনিয়োগ টানতে উদারমনস্ক সংস্কারের পথ বেছে নিয়েছেন রাজা সলমন। সেই নীতি মেনেই মহিলাদের গাড়ি চালানো-সহ একাধিক ছাড়পত্র দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় জুড়ল হজে মহিলা নিরাপত্তরক্ষী নিয়োগ থেকে বিনা অভিভাবকে মহিলাদের হজযাত্রা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.