Advertisement
Advertisement

মসজিদ থেকে জঙ্গিদের তাড়ান, কড়া বার্তা প্রেসিডেন্ট ট্রাম্পের

বরাবরই ইসলাম বিরোধী বলে পরিচত ট্রাম্প৷

flush terrorists out of worship places, trump urges Islamic countries
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 20, 2017 11:22 am
  • Updated:May 20, 2017 3:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউস দখলের পর এই প্রথম বিদেশ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মধ্য প্রাচ্যে তাঁর এই ম্যারাথন সফরে মুসলিম সম্প্রদায়ের মানুষদের প্রতি ট্রাম্প বলবেন, ‘শুভ ও অশুভর মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে৷’ মুসলিম রাষ্ট্রগুলির নেতাদের প্রতি কড়া বার্তা দেবেন, “মসজিদ থেকে জঙ্গিদের বিতারিত করুন৷” সৌদি আরবে সফরের সময় ৫০টিরও বেশি মুসলিম রাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প৷ সৌদি ছাড়াও এই সফরে ইজরায়েল, ভ্যাটিকান, বেলজিয়াম ও ইটালি যাবেন মার্কিন প্রেসিডেন্ট৷

‘কাসভের থেকে বড় জঙ্গি কুলভূষণ’

এর আগেও মুসলিম ও মুসলিম প্রধান রাষ্ট্রগুলির প্রতি কড়া বার্তা শুনিয়েছেন ট্রাম্প৷ তবে ভোটের আগে যে ভাষা তিনি ব্যবহার করতেন, বর্তমানে তার চেয়ে অনেকটাই সংযত ট্রাম্প৷ এর কারণ হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই এখন ট্রাম্পের পাখির চোখ৷ আগামী রবিবার মুসলিম রাষ্ট্রনেতাদের সঙ্গে দেখা করবেন ট্রাম্প৷ বিশ্বশান্তি, অর্থনতিক উন্নয়নের লক্ষ্যে ওই বৈঠকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করবেন ট্রাম্প৷ তবে জঙ্গিদের নিয়ে আমেরিকার ‘জিরো টলারেন্স’ নীতি থেকে সরছেন না ট্রাম্প৷ মুসলিম রাষ্ট্রগুলিকে ট্রাম্প বলবেন, “আমি কোনও লেকচার দিতে আসিনি৷ আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে এসেছি৷ আমাদের সুরক্ষিত ভবিষ্যতের জন্য একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে আমাদের৷”

Advertisement


বিদেশ সফরে ট্রাম্পের বক্তব্যের খসড়া প্রকাশ করেছে সংবাদ সংস্থা এপি৷ হোয়াইট সূত্রে স্বীকার করে নেওয়া হয়েছে, এটাই ট্রাম্পের ভাষণের খসড়া৷ তবে একেবারে শেষ মুহূর্তে এতে কিছু পরিবর্তন আনা হতে পারে৷ বরাবরই ইসলাম বিরোধী বলে পরিচত ট্রাম্প৷ এমনকী, তিনি এও বলেছেন, “আমার মনে হয় ইসলাম আমাদের ঘৃণা করে৷” অন্তত দু’বার নির্দিষ্ট কয়েকটি মুসলিম দেশগুলির নাগরিকদের আমেরিকাই প্রবেশ আটকাতে গিয়েছিলেন ট্রাম্প৷ যদিও শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে সেই নীতি কার্যকর হয়নি৷ শুক্রবার বিকেলে রিয়াধের উদ্দেশে উড়ে গিয়েছেন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement