Advertisement
Advertisement
Vladimir Putin

ভয়ানক মহামারীর মুখে রাশিয়া, প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন পুতিন

সংক্রমণের ভয়ে একাধিক কর্মসূচিও বাতিল করেছেন রুশ প্রেসিডেন্ট।

Flu pandemic might hit russia, Putin to isolate himself in bunker | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 14, 2022 11:52 am
  • Updated:December 14, 2022 11:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ মহামারীর কবলে পড়তে চলেছে রাশিয়া (Russia)! এই খবর জানতে পেরেই নিজেকে বাঁচানোর নীল নকশা ছকে ফেলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। জানা গিয়েছে, রোগের কবল থেকে নিজেকে বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছেন পুতিন। সংক্রমণের ভয়ে জনসমক্ষেও আসতে চাইছেন না রুশ প্রেসিডেন্ট। প্রসঙ্গত, পুতিনের শারীরিক অবস্থা নিয়ে একাধিকবার নানা জল্পনা ছড়িয়েছে। তিনি আদৌ সুস্থ রয়েছেন কিনা, তা নিয়েও সন্দেহ আছে।

রুশ সংবাদ সংস্থা টাস সূত্রে জানা গিয়েছে, বছর শেষের আগেই রাশিয়া জুড়ে এইচ ওয়ান এন ওয়ান (H1N1) ভাইরাসের প্রকোপ বাড়বে। এই ভাইরাসের জেরেই ১৯৭৭ সালে গোটা রাশিয়া জুড়ে মহামারী ছড়িয়ে পড়েছিল। ২০০৯ সালে সোয়াইন ফ্লুর নেপথ্যেও ছিল এই ভাইরাস। রুশ স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, চলতি বছরের শেষেই রাশিয়া জুড়ে ছড়িয়ে পড়তে চলেছে এইচ ওয়ান এন ওয়ান। মানবদেহের জন্য সবচেয়ে ক্ষতিকারক ভ্যারিয়েন্টটিই রাশিয়ায় দেখা দেবে বলে অনুমান রুশ স্বাস্থ্য আধিকারিকদের। ইতিমধ্যেই রুশ পার্লামেন্টের একাধিক সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘ভারতের বিরুদ্ধে ক্রমেই আগ্রাসী হচ্ছে চিন’, তাওয়াং সংঘর্ষের পর বেজিংকে কড়া বার্তা আমেরিকার]

এহেন পরিস্থিতিতে সংসদে ভাষণ দিতে চাইছেন না পুতিন। সেদেশের প্রথা অনুযায়ী, বছরের শেষে পার্লামেন্টে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট। কিন্তু আধিকারিকদের অসুস্থতার কারণে তাঁদের সংস্পর্শে আসতে চাইছেন না তিনি। প্রথা মতো, বছরের শেষে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল পুতিনের। কিন্তু কয়েকদিন আগেই সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়, চলতি বছরে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন না পুতিন। সাংবাদিক সম্মেলন কেন বাতিল করা হল, সেই নিয়ে কিছু জানানো হয়নি ক্রেমলিন মুখপাত্রের তরফে। এই ঘোষণার পরেই পুতিনের অসুস্থতা ঘিরে নানা মহলে জল্পনা শুরু হয়।

তবে জানা গিয়েছে, এখনও ভাইরাসে আক্রান্ত হননি পুতিন। সতর্ক থাকতেই নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কোনওভাবেই যেন এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস তাঁকে ছুঁতে না পারে, সেই জন্য লোকচক্ষুর আড়ালে থাকতে চাইছেন পুতিন। সামনেই বড়দিনে, নতুন বছরের উৎসবের মরশুম। সেই সময়টুকু বাঙ্কারে বন্দি হয়েই কাটাবেন পুতিন। উরাল পর্বতমালার নীচের এই বাঙ্কারে রুশ প্রেসিডেন্টের সঙ্গী হবেন তাঁর বান্ধবী আলিনা কাবায়েভা। অন্যদিকে, মহামারী ঠেকাতে রুশ স্বাস্থ্যমন্ত্রকের তরফে সাধারণ মানুষের জন্য একগুচ্ছ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

[আরও পড়ুন: ‘ভারত জোড়ো যাত্রা’য় এবার রঘুরাম রাজন, রাহুলের সঙ্গে পা মেলালেন RBI-এর প্রাক্তন গভর্নর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement