Advertisement
Advertisement
Afghanistan

আফগানিস্তানে অস্বাভাবিক বৃষ্টিপাত, এক দিনের ভারী বর্ষণে মৃত ২০০

দুর্যোগের জেরে ভাঙল কয়েক হাজার বাড়ি।

Flash Floods Kill More Than 200 In Afghanistan

ছবি: পিটিআই।

Published by: Kishore Ghosh
  • Posted:May 11, 2024 7:10 pm
  • Updated:May 11, 2024 7:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে (Afghanistan) দুর্যোগের বলি ২০০ জন। শুক্রবার সারাদিন ধরে অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বাঘলান প্রদেশে। বন্যার জলে ভেসে যায় কয়েক হাজার বাড়ি। হড়পা বানের জলের তোড়ে মৃত্যু হয়েছে বহু নাগরিকের। বর্তমানে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। জল ঢুকেছে কৃষিক্ষেতে। সব মিলিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

শেষ খবর পাওয়া পর্যন্ত শুধুমাত্র বাঘনল প্রদেশে জাদিদ জেলাতেই দেড় হাজারের বেশি ঘর ভেঙেছে। ১০০ জনের মৃত্যু হয়েছে। ওই এলাকায় শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। একটানা বৃষ্টির জেরেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তাতেই অসংখ্য ঘরবাড়ি ভেঙে যায়। বাঘনাল ছাড়াও দেশের উত্তরাঞ্চলের তাকহার প্রদেশেও অতি বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। পাশাপাশি দুর্যোগের মধ্যে পড়েছে বাদাকশান প্রদেশ, ঘোর প্রদেশ এবং হেরারের বিস্তীর্ণ এলাকা।

Advertisement

 

[আরও পড়ুন: হিমাচলে ট্রেকিংয়ে গিয়ে জখম মার্কিন মহিলার প্রাণ বাঁচাল বায়ুসেনা]

আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ এক্স হ্যান্ডেলে দুর্যোগের জেরে বিপুল বিপর্যয়ের কথা স্বীকার করেছেন। তাঁর কথায়, সাম্প্রতিক বিপর্যয়ে কয়েক শো মানুষের মৃত্যু হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন। বিশেষজ্ঞদের বক্তব্য, এমন বড় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রস্তুত নয় আফগানিস্তান। কারণ মসনদ দখলের পরেও গৃহযুদ্ধে ব্যস্ত তালিবান সরকার। পরিকাঠামো খাতে ব্যয় করার মতো অর্থও নেই তাদের কাছে। এই অবস্থায় প্রাকৃতিক বিপর্যয়ে দিশাহারা মধ্যপ্রাচ্যের দেশটি।

 

[আরও পড়ুন: দুই স্ত্রী থাকলে মিলবে ২ লাখ! কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement