Advertisement
Advertisement
Chief of Staff in White House

মার্কিন মুলুকে ইতিহাস, প্রথম মহিলা চিফ অফ স্টাফ পেল হোয়াইট হাউস

নজির গড়ে নতুন চিফ অফ স্টাফ নিয়োগ করলেন ডোনাল্ড ট্রাম্প।

First woman in history, Susie Wiles is Chief of Staff in White House
Published by: Anwesha Adhikary
  • Posted:November 8, 2024 12:00 pm
  • Updated:November 8, 2024 12:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে পারেননি কমলা হ্যারিস। কিন্তু দেশের ইতিহাসে নতুন নজির গড়ে ফেললেন তাঁর প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ পদে নিয়োগ করলেন এক মহিলাকে। বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেন, হোয়াইট হাউসের পরবর্তী চিফ অফ স্টাফ হতে চলেছেন সুজি ওয়াইলস। ট্রাম্পের নির্বাচনী প্রচারের প্রধান ছিলেন তিনি।

মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনের ফল প্রকাশের দুদিন পরে ট্রাম্প ঘোষণা করেন, “আমেরিকার ইতিহাসের অন্যতম সেরা জয় পেতে আমাকে সাহায্য করেছেন সুজি ওয়াইলস। ২০১৬ এবং ২০২০ সালেও আমার নির্বাচনী প্রচার সামলেছিলেন তিনি। আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা হিসাবে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হওয়ার জন্য তাঁকে নিযুক্ত করতে পেরে আমি সম্মানিত।”

Advertisement

আমেরিকার বিখ্যাত ফুটবলার প্যাট সামারলের কন্যা সুজি। ৬৭ বছর বয়সি সুজি দীর্ঘদিন ধরেই পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে কর্মরত। ১৯৮০ সালে রোনাল্ড রেগানের প্রেসিডেনশিয়াল নির্বাচনী প্রচারে কাজ করেছিলেন তিনি। ২০১৮ সালে ফ্লোরিডার গভর্নর রন ডি’স্যান্টিসের নির্বাচনী সাফল্যের নেপথ্যে ছিল সুজির ভূমিকা। দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের সঙ্গে যুক্ত থাকার সুবাদেই ডোনাল্ড ট্রাম্পের ‘কাছের লোক’ হয়ে ওঠেন সুজি।

২০১৬ সাল থেকেই নির্বাচনী প্রচারের সমস্ত দায়িত্ব সুজিকে দিয়ে দেন ট্রাম্প। সেবারের নির্বাচনে জিতেছিলেন মার্কিন ধনকুবের। তার পর থেকে টানা তিনটি প্রেসিডেনশিয়াল নির্বাচনে ট্রাম্পের প্রচারের দায়িত্ব সামলেছেন সুজি। তবে প্রচারের প্রধান হলেও সেভাবে প্রকাশ্যে আসেন না তিনি। বুধবার ট্রাম্পের জয়ের পরে বিজয় ভাষণ দিতে সুজিকে অনুরোধ করা হয়েছিল। তাতেও রাজি হননি তিনি। তবে প্রশ্ন উঠছে, প্রশাসনিক কাজের অভিজ্ঞতা একেবারেই নেই সুজির। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফের দায়িত্ব কি আদৌ সামলাতে পারবেন তিনি?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement