সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুড়ি বছরে প্রথমবার কোনও মহিলাকে ফাঁসিকাঠে ঝোলাতে চলেছে সিঙ্গাপুর সরকার। মাদক পাচার মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ওই অভিযুক্তকে।
উল্লেখ্য, সিঙ্গাপুরে খুন, অপহরণের মতো অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া সেখানে মাদক সংক্রান্ত বিষয়েও কয়েকটি আইন প্রচলিত আছে। গাঁজার ক্ষেত্রে ৫০০ গ্রাম এবং ১৫ গ্রামের বেশি হেরোইন পাচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই মাদক পাচার মামলাতেই ওই মহিলা-সহ আরও এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হবে।
স্থানীয় মানবধিকার সংগঠন ‘ট্রান্সফরম্যাটিভ জাস্টিস কালেক্টিভ’ (TJC) জানিয়েছে, ৫৬ বছরের এক ব্যক্তিকে ৫০ গ্রামের বেশি হেরোইন পাচারের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আগামী বুধবার তাঁকে চাঙ্গির কারাগারে ফাঁসি দেওয়া হবে। অন্যদিকে, আগামী শুক্রবার সারিদিউই ডিজামনি নামে বছর পঁয়তাল্লিশের এক মহিলাকেও ফাঁসি দেওয়া হবে। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ৩০ গ্রাম হেরোইন পাচারের। এই অপরাধে কুড়ি বছর পর প্রথম কোনও মহিলাকে ফাঁসি কাঠে ঝোলানো হবে।
জানা গিয়েছে, ওই দুই অভিযুক্ত সিঙ্গাপুরের নাগরিক। অভিযুক্তদের ফাঁসির আদেশ তাঁদের পরিবারের কাছে পাঠানো হয়েছে। এর আগে ২০০৪ সালে মাদক পাচার মামলায় এক মহিলাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এর প্রায় কুড়ি বছর পর আরও একবার কোনও মহিলা সিঙ্গাপুরে ফাঁসির মঞ্চে উঠতে চলেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.