Advertisement
Advertisement

Breaking News

Afghanistan Envoy

ভারতে প্রথমবার রাষ্ট্রদূত নিয়োগ তালিবানের, কাবুলে দিল্লির ‘দূত’ পৌঁছতেই সিদ্ধান্ত

এক্স হ্যান্ডেলে রাষ্ট্রদূত নিয়োগের কথা জানিয়েছেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী।

First Envoy Appointment In India by Taliban Government of Afghanistan
Published by: Kishore Ghosh
  • Posted:November 13, 2024 7:55 pm
  • Updated:November 13, 2024 7:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে রাষ্ট্রদূত নিয়োগ করল আফগানিস্তানের তালিবান সরকার। তরুণ আফগান ছাত্র ইকরামাউদ্দিন কামিলকে মুম্বইয়ের দূতাবাসের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বলা বাহুল্য, ক্ষমতায় আসার পর ভারতে এই প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করল তালিবান। ২০২১ সালে আফগানিস্তানের মসনদ দখল করে কুখ্যাত সশস্ত্র গোষ্ঠী। আজও অবধি তাদের স্বীকৃতি দেয়নি দিল্লি।

২০২১ সালে তালিবানরা ক্ষমতায় আসার পর পূর্ববর্তী আশরাফ গনি সরকারের কূটনীতিকরা ভারত ছেড়ে অন্য দেশে আশ্রয় নেয়। এর পর কাবুল এবং অন্যান্য শহর থেকে কূটনীতিকদের ফিরিয়ে নেয় দিল্লি। যদিও একজন আফগান কূটনীতিক থেকে গিয়েছিলেন ভারতে। তিনিই দূতাবাসের যাবতীয় কাজ চালাচ্ছিলেন এতদিন।

Advertisement

তালিবান ক্ষমতায় আসার তিন বছর পর মুম্বইয়ের আফগান দূতাবাসে রাষ্ট্রদূত নিয়োগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশ্লেষকরা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিভাগের যুগ্ম সচিব যুগ্মসচিব জে পি সিং আফগানিস্তান সফর করেন। কাবুলে তিনি দেখা করেন তালিবান প্রতিরক্ষী মন্ত্রী মুল্লা মহম্মদ ইয়াকুবের সঙ্গে। এর পর বুধবার মুম্বইয়ের দপ্তরে আফগান রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি সামনে আসে। এক্স হ্যান্ডেলে ইকরামাউদ্দিন কামিলের নিয়োগের কথা জানান তালিবান সরকারের বিদেশমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement