সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের মঞ্চকে ব্যবহার করে বিশ্ববাসীকে ‘শান্তির বার্তা’ দিতে চেয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার বিশ্বকাপের ফাইনালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ছোট্ট বক্তব্য রাখতে চেয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট। কিন্তু ইউক্রেনের সেই অনুরোধ নাকচ করে দিল ফিফা। বিশ্বকাপকে কোনওরকম রাজনৈতিক কারণে ব্যবহার করা হোক চাইছেন না ফিফা (FIFA) প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো।
এক বছর হতে চলল রুশ (Russia) আগ্রাসনের। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা করে ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) রাশিয়া। এর পর থেকেই ভয়ংকর যুদ্ধের সাক্ষী পৃথিবী। গোটা ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পুতিনের সেনা। এমনকী সাধারণ বসতি এলাকা, হাসপাতাল, স্কুলেও রুশ গোলাবর্ষণ চলেছে বলেও অভিযোগ। এমন পরিস্থিতিতেও মাথা ঠাণ্ডা রেখে সামরিক ও কুটনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছেন ৪৪ বছরের জেলেনস্কি। প্রেসিডেন্টের উপর ভরসা রেখে বহু সাধারণ ইউক্রেনবাসীকে খালি হাতে রুশ সেনার বিরুদ্ধে যুদ্ধে নামতে দেখা গিয়েছে। যুদ্ধ যে কতটা ভয়ংকর সেটা চাক্ষুস করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। সেদেশের আধিকারিকদের দাবি, ফিফার মঞ্চকে ব্যবহার করে তাই বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন জেলেনস্কি। রাশিয়ান সেনা কীভাবে সাধারণ ইউক্রেনবাসীর উপর নির্যাতন চালাচ্ছে, সেটাও নাকি তুলে ধরতে চাইছিলেন তিনি। কিন্তু সে অনুরোধ গ্রাহ্য হল না।
কিন্তু ফিফার ধারণা জেলেনস্কি বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চকে রাশিয়া বিরোধী প্রচারের জন্য ব্যবহার করতে চাইছেন। সেটার অনুমতি দিলে ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠবে। তাছাড়া অযাচিতভাবে বিতর্কে জড়িয়ে যাবে বিশ্বকাপ। সেকারণেই ইউক্রেন প্রেসিডেন্টের অনুরোধ নাকচ করে দেওয়া হয়েছে ফিফার তরফে। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো (Gianni Infantino) জানিয়ে দিয়েছেন, “FIFA আন্তর্জাতিক সংগঠন। আমরা কখনই কোনও বিষয়ে কাউকে আলাদা চোখে দেখতে পারি না। আমাদের সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে।” তবে এখনও জেলেনস্কি ফিফার সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন বলে সূত্রের দাবি।
অন্যদিকে, ফাইনাল ম্যাচের দিন যুদ্ধবিরতি ঘোষণা করার অনুরোধ করেছেন FIFA প্রেসিডেন্ট ইনফান্তিনো। তাঁর সেই অনুরোধ রাখা হবে কিনা, তা এখনও পর্যন্ত জানায়নি যুদ্ধরত দুই দেশ। এর আগে বড়দিনে যুদ্ধ বন্ধ রাখার জন্য রাশিয়াকে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু রাশিয়া সেই অনুরোধ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.