Advertisement
Advertisement
PM Modi

‘এটাও যেন নিজের বাড়িই’, আবু ধাবিতে মন্দির উদ্বোধনে গিয়ে সৌহার্দ্যের বার্তা মোদির

বুধবার মধ্যপ্রাচ্যের প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী। এদিন প্রবাসী ভারতীয়দের সঙ্গে অনুষ্ঠান 'আহলান মোদি'র আগে ইউএই-র প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী।

Feels like home, PM Modi Says ahead of temple inauguration in UAE | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 13, 2024 8:20 pm
  • Updated:February 13, 2024 8:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) মধ্যপ্রাচ্যের প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মঙ্গলবার আবু ধাবিতে পৌঁছেই সৌহার্দ্যের বার্তা দিলেন তিনি। মোদি বলেন, ‘এটাও যেন নিজের বাড়িই’। এদিন প্রবাসী ভারতীয়দের সঙ্গে অনুষ্ঠান ‘আহলান মোদি’র আগে ইউএই-র প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী।

আবু ধাবিতে পৌঁছতেই গার্ড অফ অনারে স্বাগত জানানো হয় মোদিকে। এর পরেই মোদি ও মহম্মদ বিন জায়েদের নেতৃত্বে ভারত-আমিরশাহী দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। তার আগে প্রধানমন্ত্রীর বার্তা, “বিএপিএস মন্দির হবে ভারত ও আমিরশাহীর সম্প্রীতি, শান্তি, সহনশীলতা, মূল্যবোধের প্রতীক।” ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এই নিয়ে সপ্তমবার আবু ধাবি সফর করছেন মোদি। ইউএইতে উড়ে যাওয়ার আগে তিনি জানান, সংযুক্ত আরব আমিরশাহী ভারতের কৌশলগত বন্ধু রাষ্ট্র। প্রধানমন্ত্রীর কথায়, “গত নয় বছরে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা এবং শিক্ষার মতো বিভিন্ন খাতে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে আমাদের সংযোগ তথা সহযোগিতা বহু গুণ বৃদ্ধি পেয়েছে। দুই দেশের সাংস্কৃতিক এবং মানুষে মানুষে সংযোগ আগের চেয়ে শক্তিশালী হয়েছে।

Advertisement

 

[আরও পড়ুন: বিলেতে আমন্ত্রিত মমতা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডাক পেয়ে যাওয়ার সিদ্ধান্ত]

‘আহলান মোদি’ অনুষ্ঠানটি হয়েছে আবু ধাবির সিটি স্টেডিয়ামে। যেখানে ছিলেন ৩৫ থেকে ৪০ হাজার প্রবাসী ভারতীয়। ১৪ ফেব্রুয়ারি বুধবার বিএপিএস মন্দিরের উদ্বোধন করবেন মোদি। উদ্বোধনের আগভাগে ধর্মীয়স্থানটি সাজিয়ে তুলতে দিনরাত এক করে কাজ করছেন বহু হিন্দু স্বেচ্ছাসেবী। ২৭ একর জমিতে গড়ে উঠেছে বিশাল ওই হিন্দু মন্দির। মন্দির নির্মাণে খরচ হয়েছে ৪০০ মিলিয়ান দিরহাম। ভারতীয় মুদ্রায় প্রায় আটশো কোটি টাকা।

 

[আরও পড়ুন: আবু ধাবি সফরে মোদি, প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারতের’ কথা শুনবেন হাজার হাজার প্রবাসী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement