Advertisement
Advertisement
Bomb Threats

এবার ঘাতকের নিশানায় ট্রাম্পের বাছাই করা প্রশাসনিক কর্তারা, বোমা হামলার হুমকি

প্রশাসনিক কর্তারা প্রাণনাশের হুমকি পেতেই তদন্তে নামল FBI।

FBI Says Donald Trump's Cabinet Receive Bomb Threats
Published by: Kishore Ghosh
  • Posted:November 28, 2024 10:25 am
  • Updated:November 28, 2024 11:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় এসেই হোয়াইট হাউসের খোলনোলচে বদলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে ঘোষণা করেছেন পছন্দের মন্ত্রিসভা সদস্য তথা প্রশাসনিক কর্তাদের নাম। সেই তাঁদের প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে বলে খবর। বোমা হামলা চালিয়ে প্রাণনাশের হুমকির ঘটনায় উদ্বিগ্ন ট্রাম্পের সঙ্গীরা। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে একটি সভায় হামলা হয়েছিল খোদ ট্রাম্পের উপরে। ফলে এই হুমকিকে হালকা ভাবে নেওয়া হচ্ছে না। ইতিমধ্যে তদন্তে নেমেছে এফবিআই।

এফবিআই জানিয়েছে, ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীতদের মঙ্গলবার রাত এবং বুধবার সকালে হুমকি দেওয়া হয়েছে। বোমা হামলার পাশাপাশি ‘সোয়াটিং’ অর্থাৎ ভুয়ো ফোনকল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হয়েছে। এফবিআইয়ের আধিকারিকরা জানিয়েছেন, প্রশাসনিক কর্তাদের দেওয়া হুমকিগুলোকে তাঁরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন। ইতিমধ্যে হুমকিদাতাদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে নিরাপত্তা বাড়ানো হবে, যাঁরা হুমকি পেয়েছেন তাঁদের।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সূত্রে জানা গিয়েছে, হুমকি ফোন পেয়েছেন এলিস স্টেফানিক। যাঁকে ব্রিটেনের রাষ্ট্রদূত হিসাবে মনোনীত করেছেন ট্রাম্প। হুমকি পেয়েছেন লি জেলডিন, যাঁকে পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান পদের জন্য বেছে নিয়েছেন ট্রাম্প। বাকিদের নাম এখনও প্রকাশ্যে আসেনি। কারা হুমকি দিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, গত ১৩ জুলাই পেনসিলভেনিয়ার জনসভায় প্রাণঘাতী হামলা হয় ট্রাম্পের উপরে। সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন ট্রাম্প। তাঁর ডান কান ঘেঁষে বেরিয়ে যায় গুলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement