Advertisement
Advertisement

Breaking News

চরবৃত্তি করতে গিয়ে আইএস জঙ্গির প্রেমে মজলেন FBI এজেন্ট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘটনা শুনলে মনে হয় যেন কোনও বলিউডের গল্প। চরবৃত্তি করতে গিয়ে শত্রুর প্রেমেই রীতিমতো হাবুডুবু খেলেন সুন্দরী। সলমন-ক্যাটরিনা অভিনীত ‘এক থা টাইগার’ ছবিতে ভারত এবং পাকিস্তানের ইন্টেলিজেন্সের দুই সদস্যের প্রেম-কাহিনী দর্শকদের মনে রয়ে গিয়েছে এখনও। আদপে দুই দেশের দুই চরের মধ্যে যখন শুধুমাত্র শত্রুতার সম্পর্ক, তখনই কোথা থেকে যেন ভালবাসার ঝড় […]

FBI agent fled to Syria to marry ISIS jihadi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 3, 2017 2:44 pm
  • Updated:May 3, 2017 2:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘটনা শুনলে মনে হয় যেন কোনও বলিউডের গল্প। চরবৃত্তি করতে গিয়ে শত্রুর প্রেমেই রীতিমতো হাবুডুবু খেলেন সুন্দরী। সলমন-ক্যাটরিনা অভিনীত ‘এক থা টাইগার’ ছবিতে ভারত এবং পাকিস্তানের ইন্টেলিজেন্সের দুই সদস্যের প্রেম-কাহিনী দর্শকদের মনে রয়ে গিয়েছে এখনও। আদপে দুই দেশের দুই চরের মধ্যে যখন শুধুমাত্র শত্রুতার সম্পর্ক, তখনই কোথা থেকে যেন ভালবাসার ঝড় এসে ভাসিয়ে নিয়ে গেল দু’জনকেই। এক্ষেত্রেও ব্যাপার খানিকটা এমনই। বরং আরও জটিল। মার্কিন এফবিআই চর ড্যানিয়েলা গ্রিন চরবৃত্তি করতে গিয়েই প্রেমে পড়লেন আইএস জঙ্গি ডেনিস কাসপার্টের। অবস্থা এমনই হয় যে তিনি রীতিমতো সিরিয়ায় পালিয়ে গিয়ে সেই জঙ্গিকে বিয়ে পর্যন্ত করে নেন।

জানা গিয়েছে, পেশায় এফবিআই ট্রান্সলেটর ড্যানিয়েলা আইএস জঙ্গিদের উপর চরবৃত্তি করতেন। কিন্তু কাজের মাঝেই তিনি প্রেমে পড়েন আইএস জঙ্গি ডেনিসের। জার্মানির বাসিন্দা ড্যানিস কাসপার্ট, পরিচিত ছিল ডেসো ডগ নামে। পেশায় জার্মান র‍্যাপার ড্যানিস জাৰ্মানদের আইএস ভাবধারায় অনুপ্রাণিত করত। আর এই জঙ্গির প্রেমেই সব ছেড়ে তুরস্কে পালিয়ে যান ড্যানিয়েলা। সেখানে গিয়ে জঙ্গিকে বিয়ে করে নেন তিনি। ২০১৪ সালের জুন মাসে ঘটনাটি ঘটে। কিন্তু এই ঘটনার কিছুদিনের মধ্যেই তাঁর যাবতীয় ভুল ভাঙে ড্যানিয়েলার। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান তিনি। নিজের প্রাণ বাঁচিয়ে কোনওরকমে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসেন তিনি। এফবিআইয়ের কাছে আত্মসমর্পণ করেন তিনি। এরপর যাবতীয় তথ্য দিয়ে এফবিআইকে সাহায্যও করেন। কিন্তু কীভাবে ওই জঙ্গি ড্যানিয়েলাকে প্রেমের ফাঁদে ফাঁসালো তা এখনও বুঝতে পারছেন না এফবিআই এজেন্টরা। এই ঘটনায় ড্যানিয়েলার ২৪ মাসের জেল হয়। গত কয়েকদিন আগে তিনি জেল পেয়েছেন।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement