Advertisement
Advertisement

হুমকির জেরে শেষপর্যন্ত ভারত ছাড়লেন ফওয়াদ খান!

কানাঘুষো শোনা যাচ্ছে, নিরাপত্তা রক্ষার স্বার্থেই ভারত ছেড়েছেন এই পাক অভিনেতা৷

Fawad Khan secretly leaves India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 27, 2016 5:24 pm
  • Updated:September 27, 2016 7:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ ছাড়লেন অভিনেতা ফওয়াদ খান৷ জানা গিয়েছে চুপিসারে ভারত ছেড়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই পাকিস্তানি অভিনেতা৷ সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে ভারতে ফিরে আসার কোনও পরিকল্পনাও নেই তাঁর৷

উরি হামলায় ১৮ জন ভারতীয় সেনার মৃত্যুকে কেন্দ্র করে দু’দেশে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ আর তার বশেই কয়েকদিন আগে মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার পক্ষ থেকে পাকিস্তানি শিল্পীদের দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছিল৷ সেনার পক্ষ থেকে যে অভিনেতাদের দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অভিনেতা ফওয়াদ খান, মাহিরা খান, সঙ্গীতশিল্পী রাহত ফতেহ আলি খান, আলি জাফর প্রমুখ৷ আর এই হুমকির ঠিক পরেই প্রকাশ্যে এল ফওয়াদের দেশ ছাড়ার খবর৷

Advertisement

কানাঘুষো শোনা যাচ্ছে, নিরাপত্তা রক্ষার স্বার্থেই ভারত ছেড়েছেন এই পাক অভিনেতা৷ চলতি বছরের শেষের দিকেই মুক্তি পেতে চলেছে করণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’৷ সেই ছবিতেই অভিনয় করেছেন ফওয়াদ৷ কিন্তু ছবিতে কাজ করলেও তিনি আর ছবির প্রমোশনে অংশগ্রহণ করবেন না বলে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement