Advertisement
Advertisement

Breaking News

France

মোদি বিরোধী কৃষক বিক্ষোভে তেতে উঠেছিল দিল্লি, একই ছবি প্যারিসেও, অস্বস্তিতে ম্যাক্রোঁ

ম্যাক্রোঁ যেদিন সাধারণতন্ত্র দিবসের অতিথি হয়ে ভারতে আসেন সেদিন থেকেই কৃষক আন্দোলনের সূত্রপাত।

Farmers Protest Against French government in Paris | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 31, 2024 3:14 pm
  • Updated:January 31, 2024 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর কয়েক আগে মোদি সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে পথে নেমেছিল ভারতের হাজার হাজার কৃষক। ওই আন্দোলনে কার্যত অবরুদ্ধ হয়েছিল রাজধানী দিল্লি। দীর্ঘ টানাপোড়েনের পর বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল বিজেপি সরকার। কতকটা একই কায়দায় আন্দোলনে নামলেন ফ্রান্সের কৃষকরা। ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের কৃষি ক্ষেত্রে ছাড়ে অখুশি কৃষকরা। তাঁদের আয় বাড়ানো, লাল ফিতের দৌরাত্ম কমানো এবং বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষার দাবিতে আন্দোলনে নামলেন ছবির দেশ কবিতার দেশের কৃষকরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, ট্রাক্টর দিয়ে প্যারিস, লিওন-সহ ফ্রান্সের একাধিক গুরুত্বপূর্ণ শহর অবরুদ্ধ করার পরিকল্পনা রয়েছে আন্দোলনকারীদের। একই ঘটনা দেখা গিয়েছিল দিল্লিতে। এমনকী ইউরোপের দেশটির কৃষকদের মুখে দেখা গেল মহাত্মা গান্ধীর স্লোগান ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ (করব অথবা মরব)। আন্দোলনের কৃষক নেতা সার্জ বুসকেট-ক্যাসাগন সঙ্গী কৃষকদের উদ্দেশে বলেছেন, “তোমাদের জন্য আমি গর্বিত। আপনারা এই সংঘর্ষ লড়ছেন, যেহেতু লড়াই না করলে আমাদের মরতে হবে।”

Advertisement

 

[আরও পড়ুন: বাজেট অধিবেশনেই CAA লাগুর পরিকল্পনা! কোন পথে হাঁটছে কেন্দ্র?]

এদিকে শহরমুখী বিক্ষুব্ধ কৃষকদের কড়া বার্তা দিয়েছে প্রশাসন। মন্ত্রী জেরাল্ড ডারমানিনের সাফ কথা, পুলিশের তৈরি নিয়ন্ত্রণরেখা যেন অতিক্রম না করেন কৃষকরা। সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। জেরাল্ড বলেন, “ওঁরা পুলিশকে আক্রমণ করতে পারেন না, ওঁরা রুঙ্গিসে (শহর) প্রবেশ করতে পারেন না, ওঁরা প্যারিস বিমানবন্দর বা প্যারিসের কেন্দ্রে প্রবেশ করতে পারেন না।” তা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সব মিলিয়ে কয়েক বছর আগের মোদি সরকারের মতোই অস্বস্তিতে পড়েছে ম্যাক্রোঁ সরকার। জল কোন দিকে গড়াবে এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, ম্যাক্রোঁ যেদিন সাধারণতন্ত্র দিবসের অতিথি হয়ে দিল্লিতে আসেন সেদিন থেকেই প্যারিসে কৃষক আন্দোলনের সূত্রপাত। 

 

[আরও পডুন: আরএসএস নেতা খুনে পপুলার ফ্রন্টের ১৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement