Advertisement
Advertisement

Breaking News

ভুয়া খবর বন্ধ করতে উদ্যোগ নিলেন মার্ক জুকারবার্গ

মতামত প্রদানের ক্ষেত্রে কোনওরকম নিষেধাজ্ঞা যাতে না থাকে, সে বিষয়েও খেয়াল রাখবে ফেসবুক৷

Facebook will take care of fake news more seriously, hints Mark Zuckerberg
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 21, 2016 12:59 pm
  • Updated:November 21, 2016 12:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারা গিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেণ্ট বিল ক্লিনটন৷ মার্কিন প্রেসিডেণ্ট পদে প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেই সমর্থন করছেন পোপ ফ্রান্সিস৷ কিংবা সাম্প্রতিক কালে রাজ্যে দুই ডাক্তারের মৃত্যুর খবর৷ কোনটাই সত্যি নয়, সবই ভুয়া৷ তবে ফেসবুকের সৌজন্যে এই খবরগুলি পেয়েছে ভাইরাল তকমা৷ বিশ্বাসও করেছেন অসংখ্য ফেসবুক ব্যবহারকারী৷ কারণ জীবন এখন ‘ফেসবুক নির্ভর’৷

একের পর এক ভুয়া খবর ছড়িয়ে পড়েছে ফেসবুকের মাধ্যমে৷ প্রাণঘাতী পোস্টও বাদ পড়েনি৷ বারবার সমালোচনার মুখে পড়েছে ফেসবুক কর্তৃপক্ষ৷ তবে এবার ভুয়া খবরের বিষয়ে নিজেই উদ্যোগী হবে ফেসবুক, জানালেন প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ৷ শুক্রবার একটি ফেসবুক পোস্টে মার্ক লেখেন, ব্যবহারকারীদের শেয়ার করা ভুয়া খবরে যাতে বিভ্রান্তি না ছড়ায়, সে বিষয়ে কাজ করছে ফেসবুক কর্তৃপক্ষ৷ তবে এই সমস্যা অত্যন্ত গভীরে প্রোথিত বলেও মন্তব্য করেন তিনি৷

Advertisement

ফেসবুক ব্যবহারকারীদের শেয়ার করা তথ্য কিংবা খবরের দায়িত্ব ফেসবুকের নয়, মার্কিন প্রেসিডেণ্ট নির্বাচনের পরও এমনটাই জানিয়েছিলেন মার্ক৷ ফেসবুকে শেয়ার হওয়া বিভিন্ন ভুয়া খবরে নির্বাচনের আগে থেকেই ট্রাম্পের জয়ের কথা বলা হয়েছিল৷ সেই প্রসঙ্গে মার্ক বলেন, শুধুমাত্র ফেসবুকের কারণে ট্রাম্পকে গোটা একটা রাষ্ট্র সম্পূর্ণ সমর্থন করেছে, এই ভাবনা একেবারে বেঠিক৷ অন্যদিকে, গত শনিবারও মার্ক পোস্ট করেন, ফেসবুকের ৯৯ শতাংশ খবরই সঠিক৷ ভুয়া খবরের পরিমাণ খুবই সামান্য৷ ভুয়া খবর ছড়িয়ে পড়া আটকাতে ফেসবুক উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি৷

মার্ক বলেন, ভুয়া তথ্য রিপোর্ট করার বিষয়টি বর্তমানে আরও সহজতর করছে ফেসবুক৷ ভুয়া খবর ছড়িয়ে পড়া আটকাতে ‘থার্ড পার্টি ভেরিফিকেশন’ ছাড়াও নেওয়া হচ্ছে পেশাদার সাংবাদিকদের সাহায্যও৷ ভুয়া খবর ছড়িয়ে তা থেকে অসদুপায়ে রোজগারের প্রচেষ্টাও বন্ধ করতে উদ্যোগী হচ্ছে ফেসবুক৷ প্রসঙ্গত, কিছুদিন আগেই শুধুমাত্র নগ্নতার কারণ দেখিয়ে ভিয়েতনাম যুদ্ধের একটি আইকনিক ছবি সরিয়ে দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ফেসবুক৷ তাই এজাতীয় বিতর্কিত তথ্য কিংবা ছবি নিয়ে সংস্থার দশজন শীর্ষ কর্তার মধ্যে গত কয়েকমাসে বেশ কিছু বৈঠক হয়েছে৷

জুকেরবার্গ বলেন, মতামত প্রদানের বিষয়ে কোনওরকম নিষেধাজ্ঞা যাতে না থাকে, ফেসবুক সেবিষয়েও খেয়াল রাখবে৷ এছাড়াও ভুলবশত কোনও সঠিক খবর যাতে অকারণ কোনও ‘বিধিনিষেধ’-র আওতায় না পডে যায়়, সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানান তিনি৷ ব্যবহারকারীরা অনেক সময়ই ব্যঙ্গকৌতুক সংক্রান্ত কিংবা পৌরাণিক কোনও তথ্য শেয়ার করেন, যা হয়তো সঠিক নয়৷ কিন্তু তা ক্ষতিকারক নয় বলেই ব্যবহারকীরদের প্রতি আস্থা রাখার কথাও বলেন মার্ক৷ কোন খবর কে কীভাবে নেবেন, তা ব্যবহারকারীদের উপর নির্ভর করে, বলেও মন্তব্য মার্কের৷

মতামত প্রদানের বিষয়ে কোনওরকম নিষেধাজ্ঞা যাতে না থাকে, ফেসবুক সে বিষয়েও খেয়াল রাখবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement