Advertisement
Advertisement

Breaking News

জুকারবার্গের পদত্যাগের দাবিতে বিদ্রোহ শুরু ফেসবুকের অন্দরে

জুকারবার্গের অপসারণের দাবি নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়৷

 Facebook investors want Mark Zuckerberg to step down as chairman

মার্ক জুকারবার্গ

Published by: Kumaresh Halder
  • Posted:November 17, 2018 5:44 pm
  • Updated:November 17, 2018 5:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কে মুখ পুড়েছিল ফেসবুক প্রতিষ্ঠাতা তথা সিইও মার্ক জুকারবার্গের৷ সেই বিতর্কের মাঝে অ্যাপল-এর সিইও টিম কুকের তির্যক মন্তব্য আরও বিড়ম্বনা বাড়িয়েছিল ফেসবুক কর্তার৷ জোড়া বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নিজের ঘরে বিদ্রোহের মুখে পড়ে চূড়ান্ত অপদস্থ হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা৷ ফেসবুক চেয়ারম্যান পদ থেকে জুকারবার্গের পদত্যাগের দাবি তুললেন সংস্থার লগ্নিকারীরাই৷ ফেসবুকের অন্দরে জুকারবার্গের অপসারণের দাবি ওঠায় হইচই পড়ে গিয়েছে নেটদুনিয়ায়৷

[মানবাধিকার কর্মীদের মুক্তি চাই, পাক প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে বালোচরা]

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠ রাজনৈতিক পরামর্শ ও জনসংযোগকারী সংস্থা ডিফাইনার্স পাবলিক অ্যাফেয়ার্সকে নিয়োগ করেন ফেসবুক কর্তা৷ অভিযোগ, লগ্নিকারীদের অনুমতি না নিয়েই নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছেন জুকেরবার্গ৷ আর এই সিদ্ধান্ত কার্যকর হতেই সিইও-র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সংস্থার লগ্নিকারীদের একাংশ৷ প্রকাশ্যে ফেসবুকের মতো গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ায় রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠদের নিয়োগের বিরোধিতাও করা হয়৷ ফেসবুকের অন্যতম স্বত্ত্বাধিকারী ইয়োনাস ক্রোন সংস্থার তরফেও জুকেরবার্গকে সরাসরি পদত্যাগ করতে বলা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর৷ এই মুহূর্তে ইয়োনাস ক্রোন সংস্থার হাতে রয়েছে ফেসবুকের ৮৫ লক্ষ ইউরোর শেয়ার৷

Advertisement

[‘শুধু কাশ্মীর নয়, লালকেল্লাও দখল করব’, হুমকি পাক মন্ত্রীর]

মার্কিন পর্যবেক্ষক মহলের আশঙ্কা, জুকারবার্গ পদত্যাগ না করলে ফেসবুকের শেয়ার ছাড়তে পারে ইয়োনাস ক্রোন৷ জুকারবার্গের নিয়োগ করা ডিফাইনার্স পাবলিক অ্যাফেয়ার্স নামের রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠ সংস্থার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ তুলেছে ইয়োনাস ক্রোন৷ সংস্থার দাবি, ওই সংস্থা ইন্টারনেটের ‘অন্ধকার জগত’ নিয়ে নাড়াচাড়া করে৷ সেখান থেকে পাওয়া তথ্য চড়া দামে বিক্রি করে ওই সংস্থা৷ যদিও, জুকারবার্গ জানিয়েছেন, ডিফাইনার্সকে নিয়োগ করার আগে তাদের বিষয়ে এই তথ্য তাঁর জানা ছিল না৷ কেমব্রিজ অ্যানালিটিকা বিতর্কের পর অ্যাপল সিইও তির্যক মন্তব্যের পর পদত্যাগের দাবি ওঠার খবর প্রকাশ হতেই হুড়মুড়িয়ে পড়েছে ফেসবুকের শেয়ারের দাম৷ হিড়িক পড়েছে ফেসবুকে চাকরি ছাড়ারও৷ গত তিন মাসে অন্তত পাঁচ জন শীর্ষ কর্তা চাকরি ছেড়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement