Advertisement
Advertisement

উৎক্ষেপণের আগেই বিস্ফোরণ স্পেস-এক্স ফ্যালকন নাইন রকেটে

রুটিন রকেট টেস্টের সময় বিস্ফোরণ।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 1, 2016 9:01 pm
  • Updated:September 1, 2016 9:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎক্ষেপণের আগেই বিপত্তি স্পেস-এক্স ফ্যালকন নাইন রকেটে৷ উৎক্ষেপণের ঠিক আগে, বৃহস্পতিবার একটি রুটিন পরীক্ষার সময় আচমকাই ফেটে যায় সংস্থার একটি ‘আনম্যানড’ বা মানববিহীন রকেট৷ স্থানীয় সময় সকাল ৯টায় বিস্ফোরণটি ঘটে৷

নাসা সূত্রে খবর, লঞ্চ প্যাডেই বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায় রকেটটি। আশেপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ কেঁপে ওঠে কয়েক মাইল দূরের বাড়িও। বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই ‌যে তা ধরা পড়েছে উপগ্রহ থেকে পাঠানো ছবিতেও।

Advertisement

সূত্রের খবর, পুরনো একটি রকেটের মধ্যে ফের জ্বালানি ভরে মহাকাশে পাঠানোর চেষ্টা করছিলেন মার্কিন গবেষকরা। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হল এদিন৷ স্পেস এক্সের তরফে জানানো হয়েছে, এদিনের দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

দেখুন ভিডিও:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement