সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে (Pakistan) ফের বিদেশি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা। শুক্রবার সকালে একদল জাপানি নাগরিকদের গাড়িতে আত্মঘাতী হামলা হয়। পুলিশের পালটা গুলিতে দুজন জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর। তবে জাপানি নাগরিকদের হতাহতের খবর মেলেনি। উল্লেখ্য, কয়েকদিন আগেই কনভয়ে বিস্ফোরণের জেরে পাঁচ চিনা নাগরিকের মৃত্যু হয় পাকিস্তানে।
জানা গিয়েছে, শুক্রবার সকালে করাচিতে (Karachi) একটি গাড়িতে চেপে যাচ্ছিলেন জাপানের (Japan) পাঁচ নাগরিক। সেই সময়েই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে এক জঙ্গি। সঠিক সময়মতো বিস্ফোরণ ঘটেনি বলে জাপানিদের কোনও ক্ষতি হয়নি। তবে ওই জঙ্গি ও তার সঙ্গী এক বন্দুকবাজকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়নি। তবে গুলির লড়াইয়ে আহত হন দুই পথচারী। জাপানিদের এক নিরাপত্তারক্ষীও জখম হয়েছেন বলে খবর।
পুলিশ সূত্রে খবর, গাড়িতে থাকা ৫ জন জাপানি নাগরিক সুরক্ষিত রয়েছেন। তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে পরে বিস্ফোরণে ধ্বংস হয় একটি গাড়ি। পুলিশের তরফে জানানো হয়, আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোরই পরিকল্পনা ছিল জঙ্গিদের। করাচিতে হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে পুলিশ যেভাবে হামলা রুখে দিয়েছে তার প্রশংসা করেছেন তিনি। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় নেয়নি।
প্রসঙ্গত, গত মাসেই পাকিস্তানের উত্তর পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৫ চিনা নাগরিকের মৃত্যু হয়। চিনের সহযোগিতায় একটি বাঁধ তৈরির কাজের তদারকি করতে যাচ্ছিলেন চিনা নাগরিকরা। পথেই তাঁদের গাড়িতে এসে ধাক্কা মারে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় গাড়িতে থাকা সকলের। কয়েকদিনের মধ্যেই পাকিস্তানে ফের হামলার নিশানায় বিদেশিরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.