Advertisement
Advertisement

নিউ ইয়র্কের ম্যানহাটনে বিস্ফোরণ, আহত বহু

পরিকল্পিত হামলা বলে স্বীকার করলেও জঙ্গি হামলা মানতে নারাজ ম্যানহাটন প্রশাসন৷

Explosion in Manhattan, 29 Injured
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 18, 2016 11:52 am
  • Updated:September 18, 2016 12:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার গভীর রাতে বিস্ফোরণে কেঁপে উঠল নিউ ইয়র্কের ম্যানহাটন শহর৷ বিস্ফোরণে অন্তত ২৯ জনের আহত হওয়ার খবর মিলেছে৷ আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে৷ ঘটনার তদন্তে নেমেছে ম্যানহাটন পুলিশ৷ তবে এখনই এই বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা বলতে নারাজ নিউ ইয়র্ক প্রশাসন৷

এদিন বিস্ফোরণটি ঘটে ম্যানহাটনের ব্যস্ত রাস্তায়৷ যেখানে উইকএন্ড কাটাতে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা৷ বিস্ফোরণের তীব্রতায় হতবম্ব হয়ে যান অনেকেই৷ আহতদের মধ্যে বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷

Advertisement

ম্যানহাটনের মেয়র বিল দে ব্লাসিওর জানিয়েছেন, প্রাথমিক তদন্তে সন্ত্রাসের কোনও চিহ্ন কোথাও খুঁজে পাওয়া যায়নি৷ তবে ম্যানহাটন পুলিশের ধারণা, পরিকল্পনা করেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ কে বা কারা এই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে, সে বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement