Advertisement
Advertisement
Pahalgam Attack

ভারতের প্রত্যাঘাতের পরই সন্ত্রস্ত পাকিস্তান! তড়িঘড়ি একাধিক বৈঠকের ডাক, নয়াদিল্লিকে হুমকি প্রাক্তন মন্ত্রীর

ইসলামাবাদে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক।

Ex-Pak minister's post day after Pahalgam attack
Published by: Subhajit Mandal
  • Posted:April 24, 2025 10:17 am
  • Updated:April 24, 2025 2:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার (Pahalgam Attack) প্রত্যাঘাতে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। বাতিল করে দেওয়া হয়েছে সিন্ধুচুক্তি। বন্ধ আটারি-ওয়াঘা সীমান্ত। পাক নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কড়া পদক্ষেপ করা হয়েছে পাক কূটনীতিকদের নিয়েও। ভারতের এই কড়া অবস্থানে কিছুটা হলেও সন্ত্রস্ত পাকিস্তান। সরকারি স্তরে বেড়েছে তৎপরতা। আবার পালটা হুমকির পথেও হাঁটছে সে দেশের রাজনীতিবিদরা। প্রাক্তন পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী রীতিমতো হুমকি দিয়েছেন নয়াদিল্লিকে।

পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে ভারত পরপর বড় পদক্ষেপ করার পর পাকিস্তানের সরকারি শিবিরে রীতিমতো আতঙ্কের আবহ। সূত্রের দাবি, ভারতের পদক্ষেপের পরই গুরুত্বপূর্ণ মন্ত্রীগোষ্ঠীর বৈঠক করেছে শাহবাজ শরিফের সরকার। তড়িঘড়ি তিন সেনার প্রধানরা বৈঠকে। গোয়েন্দা প্রধানের সঙ্গেও বৈঠকে বসেছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। সূত্রের দাবি, ভারতীয় সীমান্তে বাড়তি সেনা মোতায়েনেরও প্রক্রিয়া শুরু করেছে ইসলামাবাদ। ইসলামাবাদের তরফে পালটা কী কূটনৈতিক পদক্ষেপ করা হয় সেটা নিয়েও জল্পনা রয়েছে।

Advertisement

এরই মধ্যে ভারতকে পালটা হুঁশিয়ারি দিয়েছেন সে দেশের প্রাক্তন মন্ত্রী তথা জেলবন্দি ইমরান খানের দলের গুরুত্বপূর্ণ মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন (Fawad Chaudhry)। তিনি বলছেন, “ভারত যদি পাকিস্তানে হামলা করার কথা ভাবে, তাহলে আমরাও নিজেদের রক্ষা করতে প্রস্তুত।” তাঁর বক্তব্য, “রাজনৈতিকভাবে আমরা আলাদা মতাদর্শে বিশ্বাসী হতে পারি। কিন্তু ভারতের বিরুদ্ধে পাকিস্তান মুসলিম লীগ (এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), জমিয়ত উলেমা-ই-ইসলাম (জেইউআই)-সহ সমস্ত প্রধান দল রাজনৈতিক মতাদর্শ ভুলে ঐক্যবদ্ধ থাকবে। সমস্ত গোষ্ঠী আমাদের মাতৃভূমি রক্ষার জন্য পাকিস্তানের পতাকার নীচে একত্রিত হবে।”

সব মিলিয়ে পাক শিবিরে রীতিমতো তৎপরতা। প্রশ্ন উঠছে কোথাও গিয়ে কি ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub