সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লজ্জা! বিশ্বের দরবারে এবারও নাক কাটা গেল পাকিস্তানের৷ যে কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে বড় বড় কথা বলছেন প্রধানমন্ত্রী ইমরান খান-সহ পাক প্রশাসনের আধিকারিকরা৷ বিভিন্ন ষড়যন্ত্র করে ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে ইসলামাবাদ৷ বারবার নিজেদেরকে কাশ্মীরিদের বন্ধু বলে দাবি করছে তারা৷ এবার সেই উপত্যকাবাসীকেই চরম অপমান করলেন ভারতে নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত আবদুল বাসিত৷ পর্নস্টার জনি সিনসের ছবি দিয়ে কাশ্মীরিদের অবস্থা ব্যাখ্যা করলেন তিনি৷
[ আরও পড়ুন: কুলভূষণকে মিথ্যে বলার জন্য চাপ দিচ্ছে পাকিস্তান, বিস্ফোরক অভিযোগ ভারতের ]
সোমবার জনি সিনসের একটি পর্ন ছবির দৃশ্য রিটুইট করেন এই প্রাক্তন পাক আমলা৷ টুইটারে তিনি লেখেন, ‘‘অনন্তনাগের বাসিন্দা ইউসুফ…পেলেটের আঘাতে নিজের দৃষ্টিশক্তি হারিয়েছেন…এবার সবাই প্রতিবাদ সরব হন৷’’ অর্থাৎ পর্নস্টার জনি সিনসকে কাশ্মীরের বাসিন্দা ‘ইউসুফ’ বলে দাবি করেন আবদুল বাসিত৷ জানান, ভারতীয় সেনার ছোঁড়া পেলেট বুলেটের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়েছে ইউসুফ(জনি সিনস)৷ এই অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলা প্রয়োজন আরজি জানান তিনি৷ এই রিটুইটের পরই নেটিজেনদের রোষের মুখে পড়েন আবদুল বাসিত৷ সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা৷
[ আরও পড়ুন: যুদ্ধের উসকানি! ভারতকে টুকরো করার হুমকি পাকিস্তানের রেলমন্ত্রীর ]
বাসিতের লেখাটি রিটুইট করেন প্রখ্যাত সাংবাদিক মাইলা ইনায়াত৷ টুইটারে তিনি লেখেন, পর্নস্টার জনি সিনসকে কাশ্মীরের নাগরিক ভেবে ভুল করেছেন প্রাক্তন পাক রাষ্ট্রদূত আবদুল বাসিত৷ ওয়াকিবহাল মহলের মতে, ভারত সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিলুপ্তি ঘটানোর পরেই ক্ষুব্ধ পাকিস্তান৷ নানান ষড়যন্ত্রে মোদি সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে ইসলামাবাদ৷ ফেক নিউজ ও ফেক ভিডিও পরিবেশন করে বারবার আন্তর্জাতিক বিশ্বের নজর কাশ্মীরের দিকে ঘোরাতে চাইছে তারা৷ এবারও একই চেষ্টা করলেন ভারতে নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত আবদুল বাসিত৷ তবে অজ্ঞতার কারণে ধরা পড়ে গেলেন তিনি৷
Former Pakistani high commissioner to India Abdul Basit, mistakes Johnny Sins for a Kashmiri man who lost vision from pellet. Unreal times these, really. pic.twitter.com/9h1X8V8TKF
— Naila Inayat नायला इनायत (@nailainayat) September 2, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.