Advertisement
Advertisement

Breaking News

বিশ্বের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে পাকিস্তান, মত প্রাক্তন CIA কর্তার

প্রাক্তন সিআই কর্তার এই মত পাকিস্তানকে বেশ বিপাকে ফেলবে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা।

 Ex CIA operative dubs Pakistan as the most Perennial Threat for world
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 16, 2017 8:51 am
  • Updated:February 16, 2017 10:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থনীতিতে দুর্বল। বাড়ছে জন্মের হার। সন্ত্রাসের আঁতুড়ঘর। একই হারে বাড়ছে পারমাণবিক শক্তিতে বলিয়ান হয়ে ওঠার প্রবণতা। এই সব মিলিয়ে পাকিস্তানই সম্ভবত বিশ্বের কাছে বিপজ্জনক দেশ হয়ে উঠছে। এমনটাই মত প্রকাশ করলেন প্রাক্তন সিআইএ কর্তা কেভিন হালবার্ট।

ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেবে না আমেরিকা, ইজরায়েলকে আশ্বাস ট্রাম্পের

ইসলামাবাদে সিআইএ-র স্টেশন চিফ হিসেবে নিযুক্ত ছিলেন কেভিন। পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা, বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক- কোনওকিছুই অজানা নয় তাঁর কাছে। পাকিস্তানকেই তিনি তাই বিশ্বের কাছে বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত করেছেন। কেন? তাঁর মতে, এর আগে আফগানিস্তান নিয়ে অনেক সমস্যা ছিল। কিন্তু এখন সে জায়গা দখল করেছে পাকিস্তান। প্রথমত, সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তান। পাকিস্তানে যে অবাধ সন্ত্রাস রাজ করছে, তা জানাতে দ্বিধা করেননি তিনি। গোদের উপর বিষফোড়া বিপুল জনসংখ্যা। এখনই সে দেশের জনসংখ্যা প্রায় ১৮২ মিলিয়ন। আফগানিস্তানের জনসংখ্যার থেকে তা অন্তত পাঁচগুণ। জন্মের হারে লাগাম টানার কোনও লক্ষণই নেই সে দেশে। একদিকে সন্ত্রাস অন্যদিকে জনস্ফীতি-একে অপরের পরিপূরক হয়ে উঠছে। ফলে সন্ত্রাসের ভয়াবহতা আরও বাড়ছে। বাড়তি সমস্যা অর্থনীতি। আর্থিক স্থিতি এখনও তেমন অর্জন করতে পারেনি দেশটি। কিন্তু তা না হলেও বাড়ছে পারমাণবিক শক্তিতে বলিয়ান হয়ে ওঠার প্রবণতা। এই সব লক্ষণই যে আগামী দিনে বিশ্বের কাছে ভয়াবহ হয়ে উঠতে পারে এমনটাই মত প্রকাশ করেছেন তিনি।

Advertisement

আইএস দমনে এবার সিরিয়ায় পদাতিক সেনা নামাতে চাইছে পেন্টাগন

এদিকে সন্ত্রাস রুখতে উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি পাকিস্তানকে এখনও তিনি কিছু বলেননি। এমনকী যে সাত মুসলিম প্রধান দেশের নাগরিকদের আমেরিকায় পা রাখায় নিষেধাজ্ঞা টেনেছেন, তার মধ্যেও নেই পাকিস্তান। কিন্তু পাক প্রশাসনের কাছে স্পষ্ট যে, সন্ত্রাস প্রশ্নে পাকিস্তানের গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করবে না ট্রাম্প সরকার। একই ইঙ্গিত মিলেছে ভারতের বিদেশসচিব এস জয়শঙ্করের কথাতেও। তিনি জানিয়েছিলেন, পশ্চিমের দেশগুলি পাকিস্তানকে কিছু না বললেও, সমস্তটাই নজরে রাখছে। ট্রাম্পকে অসুর না বানিয়ে পাকিস্তানকে সন্ত্রাসের কারখানা বন্ধ করতে বলেছিলেন তিনি। এই পরিস্থিতিতেই প্রাক্তন সিআই কর্তার এই মত পাকিস্তানকে বেশ বিপাকে ফেলবে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞরা।

ইসরোর সাফল্যকে খাটো করে ভারতকে তুলোধোনা করল চিন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement