সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে ২৫ দিনে পা দিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)। বারবার বৈঠক করেও মিলছে না রফাসূত্র। এর মধ্যেই রুশ গোলায় ধ্বংস হয়ে গেল ইউরোপের সবচেয়ে বড় স্টিল প্ল্যান্ট! জেলেনস্কি জানিয়েছেন, বন্দর শহর মারিওপোল (Mariupol) প্রায় চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছে।
জেলেনস্কি জাতির উদ্দেশে ভাষণে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ”একটা শান্তিপূর্ণ শহর কী ভাবে দখলদারদের হাতে পড়ে আতঙ্কের শহর হয়ে উঠল ইতিহাস বহু শতাব্দী ধরে তা মনে রাখবে।” সংবাদ সংস্থা এএফপি সূত্রে এমনটাই জানা গিয়েছে। এই পরিস্থিতিতে মস্কোর সঙ্গে ফের বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন তিনি।
#Mariupol #Azovstal One of the biggest metallurgic plants in #Europe destroyed. The economic losses for #Ukraine are huge. The environment is devastated #StopRussiaNOW pic.twitter.com/4GMbkYb0es
— Lesia Vasylenko (@lesiavasylenko) March 19, 2022
এদিন ইউক্রেনের আইনসভার সদস্য লেসিয়া ভ্যাসিলেঙ্কো একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিও দেখা যাচ্ছে, কীভাবে বিস্ফোরণের পরে দাউদাউ করে জ্বলছে আজোভস্তলের স্টিল প্ল্যান্ট। কালো ও ধূসর ধোঁয়ায় ভরে গিয়েছে নীল আকাশ। তবে প্ল্যান্টের ডিরেক্টর জেনারেল এনভের স্কিতিশভিলি অবশ্য আশার বার্তা শুনিয়েছেন। তাঁর কথায়, ”আমরা আবার এই শহরে ফিরব। নতুন করে গড়ে ,তুলব সব কিছু।” তবে তিনি আশা ধরে রাখলেও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রুশ গোলায় কার্যত ধ্বংস হয়ে গিয়েছে ওই কারখানা।
তবে স্টিল প্ল্যান্টের ভিতরে কোক ওভেন ব্যাটারি থাকে। তা থেকে বিপদ বাড়তে পারে এই আশঙ্কা ছিল। কিন্তু স্কিতিশভিলি জানিয়েছেন, আগেই ব্লাস্ট ফার্নেস বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সেই ধরনের বিপদের সম্ভাবনা নেই বলেই তাঁর দাবি।
প্রসঙ্গত, লড়াইয়ে একের পর এক রক্তরাঙা অধ্যায় রচিত হলেও মাঠ ছেড়ে নড়ছে না কোনও পক্ষই। শনিবার এক আবেগঘন অথচ দৃঢ় প্রত্যয়ী ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “আমি চাই এই কথা সবাই শুনুক, বিশেষ করে মস্কো। আবার আলোচনায় বসার সময় হয়েছে। আসুন আমরা কথা বলি। এবার ইউক্রেনের ভৌগলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সময় এসেছে। এখন ইউক্রেনের জন্য ন্যায়ের সময় এসেছে। আর এমনটা না হলে (পড়ুন যুদ্ধ চালিয়ে গেলে) রাশিয়া এমন মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে যা তারা কয়েক প্রজন্মেও পূরণ করতে পারবে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.