Advertisement
Advertisement

ইউরোয় জঙ্গি হামলার আশঙ্কা, ফ্রান্সে হাই অ্যালার্ট

জনসাধারণ যাতে সন্ত্রাস হামলা অথবা অন্য কোনও বিষয়ে আশঙ্কার আগাম খবর পেয়ে যান, তার জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে৷ বিনামূল্যে এই অ্যাপটি ইংরাজি ও ফরাসি ভাষায় স্মার্টফোন ইউজারদের অ্যালার্ট দেবে৷ আভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে ব্যক্তি ফ্রান্সের যে স্থানে থাকবেন, অ্যাপটি লোকেশন চিহ্নিত করে তাঁকে অ্যালার্ট মেসেজ পাঠাবে৷

Euro 2016: Terror Threats Force France to be on High Alert
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2016 7:48 pm
  • Updated:June 8, 2016 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর দু’দিন৷ তারপরই শুরু হয়ে যাচ্ছে ইউরোর লড়াই৷ তবে তার ঠিক আগেই সন্ত্রাস হামলায় ত্রস্ত ফ্রান্স৷ গত বছর নভেম্বরেই জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছিল প্যারিসকে৷ রাতের ঘুম উড়েছিল শহরবাসীর৷ তা সত্ত্বেও ফ্রান্স থেকে ইউরোর আসর সরানো হয়নি৷ তবে ইউরো ২০১৬ শুরু হওয়ার আগের মুহূর্তে ফের এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে৷ গোটা ফ্রান্স তো থাকছেই, তাছাড়া রোনাল্ডো, মুলার, ইনিয়েস্তাদের খেলা দেখতে দেশের বাইরে থেকে হাজার হাজার ফুটবলপ্রেমী ভিড় জমাবেন এখানে৷ সেই কারণে নিরাপত্তা আরও আঁটসাট করছেন
আয়োজকরা৷
জনসাধারণ যাতে সন্ত্রাস হামলা অথবা অন্য কোনও বিষয়ে আশঙ্কার আগাম খবর পেয়ে যান, তার জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে৷ বিনামূল্যে এই অ্যাপটি ইংরাজি ও ফরাসি ভাষায় স্মার্টফোন ইউজারদের অ্যালার্ট দেবে৷ অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে ব্যক্তি ফ্রান্সের যে স্থানে থাকবেন, অ্যাপটি লোকেশন চিহ্নিত করে তাঁকে অ্যালার্ট মেসেজ পাঠাবে৷
ইউরো চলাকালীন স্টেডিয়াম, হোটেল, ফ্যান জোনে হামলার সম্ভাবনা রয়েছে৷ সেই সব জায়গাগুলিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ উল্লেখ্য, গত সোমবার ইউক্রেন থেকে বিপুল অস্ত্র-সহ এক ফরাসিকে গ্রেফতার করা হয়েছে৷ তার থেকে জানা গিয়েছে, টুর্নামেন্ট চলাকালীন শহরের মসজিদে ও জনবহুল এলাকায় হামলার ছক কষেছিল জঙ্গিরা৷ যদিও ফরাসি পুলিশ এনিয়ে মুখ খোলেনি৷ তবে নড়েচড়ে বসেছে প্রশাসন৷ সুস্থ পরিবেশে ইউরো আয়োজনের সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement