সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিমানমন্ত্রী জানিয়েছিলেন, সে দেশের ৪০ শতাংশ বিমানচালকের লাইসেন্সই ভুয়ো। তাঁরা কখনও কোনও পরীক্ষাতেই বসেননি। অথচ দিব্য পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের (PIA) বিমান ওড়াচ্ছেন। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে আন্তর্জাতিক মহল। এবার যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আগামী ছয় মাসের জন্য ইউরোপে নিষিদ্ধ হল পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের উড়ান। তবে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়, ইউরোপের এমন দেশগুলিতে PIA’এর বিমান চলাচলে কোনও নিষেধাজ্ঞা নেই।
ইউরোপিয়ান ইউনিয়নের (European Union) এয়ার সেফটি এজেন্সি (EASA)এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে। তাতেই ইউরোপের একাধিক দেশে পাকিস্তানের সংস্থার বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। PIA-এর তরফে টুইট করে এই কথা জানানো হয়। তবে EASA’র সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা আবেদন করবেন বলেও জানিয়েছে। পাশাপাশি এ নিয়ে ইউরোপের বিমান সুরক্ষা সংস্থার সঙ্গে আলোচনাও চলছে বলে খবর।
EASA has suspended PIA’s permission to operate to EU member states for 6 months w.e.f July 1, 2020: 0000Hrs UTC. PIA is in touch with EASA to allay their concerns and hopes that the suspension will be revoked with our CBMs soon.
— PIA (@Official_PIA) June 30, 2020
করোনা আবহে আপাতত একাধিক আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা রয়েছে। কিন্তু তার মধ্যেও অনেকে পাকিস্তান থেকে ইউরোপ ফিরতে এই বিমান সংস্থার টিকিট কেটেছিলেন। আপাতত ইউরোপিয়ান ইউনিয়নের এই সিদ্ধান্তে তাঁদের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে। যদিও তাঁদের টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে বলে খবর। কিন্তু আচমকা কেন এমন সিদ্ধান্ত নিল EASA?
প্রসঙ্গত, ২২ মে পাকিস্তানে বড়সড় বিমান দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার তদন্তে নেমে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সে দেশে বিমানমন্ত্রী গুলাম সারওয়ার খান জানান, পাকিস্তানে আপাতত ৮৬০ জন সক্রিয় পাইলট আছেন। তাঁদের মধ্যে ২৬২ জন নিজেরা পরীক্ষায় বসেননি। তাঁদের বিমান চালানোর ন্যূনতম অভিজ্ঞতাও নেই। বিমানমন্ত্রীর কথায়, ‘প্রায় ৪০ শতাংশ পাইলটের লাইসেন্স ভুয়ো।’ এরপরই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই EASA এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.