সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের শহরে মিসাইল ছুড়েছে ইউক্রেন! যার জেরে প্রাণ হারালেন ১৬ জন। এক রিপোর্টে উঠে এসেছে এমনই বিস্ফোরক তথ্য। প্রথমে ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার বলে মনে করা হলেও পরে জানা যায় সেটি ইউক্রেনেরই।
মঙ্গলবার এই বিষয়ে একটি রিপোর্ট পেশ করে নিউ ইয়র্ক টাইমস। সেখানে বলা হয়েছে, চলতি মাসের ৬ তারিখ ইউক্রেনের কোস্টিয়ানতিনিভকা শহরে মিসাইল হামলায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। জানা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনেরই বায়ুসেনার। রাশিয়ার বিরুদ্ধে অভিযান চালানোর সময় ভুলবশত ওই অঘটন ঘটে। এই ঘটনা নিয়ে ইউক্রেনের সুরক্ষা মন্ত্রকের তরফে তোপ দাগা হয়েছে রাশিয়াকেই। তারা জানিয়েছে, মস্কোর কারণেই এই স্ট্রাইক করা হয়েছিল। এ নিয়ে রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা মঙ্গলবার কটাক্ষের সুরে বলেছেন, “নিজের শহরেই হামলা করেছে ইউক্রেন।”
উল্লেখ্য, প্রায় দেড় বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনে আসলে ছায়াযুদ্ধ চালাচ্ছে আমেরিকা, ন্যাটো ও পশ্চিমের দেশগুলো। সরাসরি ইউক্রেনে সৈন্য পাঠায়নি কোনও দেশ। তবে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে বেশ কয়েকটি দেশ। তার মধ্যে অন্যতম আমেরিকা (USA)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, একটি রুশ ট্যাঙ্কের অনুপাতে দশটি অ্যান্টি আর্মার সিস্টেম পাঠানো হয়েছে।
এছাড়াও বিপুল পরিমাণে মিসাইল, গ্রেনেড লঞ্চার, হেলিকপ্টার, ড্রোন, মেশিন গান, রেডার সিস্টেম ইত্যাদি পাঠানো হয়েছে ইউক্রেনে। রুশ হামলার মোকাবিলা করতে ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে ব্রিটেন, চেক প্রজাতন্ত্র, জার্মানি-সহ আরও বেশ কিছু ইউরোপীয় দেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.