Advertisement
Advertisement

Breaking News

চিঠিতে অসংখ্য ব্যাকরণগত ভুল, প্রেসিডেন্ট ট্রাম্পকে ইংরাজি শেখালেন বৃদ্ধা শিক্ষিকা

ভুল শুধরে চিঠি ফেরত পাঠালেন হোয়াইট হাউসে৷

English teacher schools Donald Trump, corrects letter
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2018 8:41 pm
  • Updated:May 28, 2018 8:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া কড়া ইংরাজিতে প্রায় প্রত্যেকদিনই বিভিন্ন বিষয়ে মতামত দিয়ে থাকেন তিনি৷ কখনও বিষোদ্গার করেন প্রতিপক্ষের বিরুদ্ধে, কখনও ঘোষণা করেন দেশের নয়া নীতি৷ এহেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সঠিক ইংরাজির পাঠ পড়ালেন ৬১ বছরের অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকা৷ একগুচ্ছ ভুল সংশোধন করলেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রেরিত একটি চিঠির৷

[দু’টি মামলায় জামিন পেলেন খালেদা জিয়া, তবে মিলছে না মুক্তি]

Advertisement

আটলান্টার বাসিন্দা ভোনে মাসোন পেশায় ছিলেন একটি মার্কিন স্কুলের ইংরাজি শিক্ষিকা৷ কয়েকদিন আগেই অবসর নিয়েছেন তিনি৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি অনুরোধ করে চিঠি লিখেছিলেন৷ প্রেসিডেন্টের কাছে ৬১ বছরের বৃদ্ধার আরজি ছিল, ফেব্রুয়ারি মাসে ফ্লোরিডা হাইস্কুলে যে আততায়ীর হামলা হয়, সেখানে মৃতদের পরিবারকে একবার যেন দেখতে আসেন ট্রাম্প৷ মাসোনের চিঠি পাওয়ার পরে তাঁকে চটজলদি উত্তর দেয় হোয়াইট হাউস৷ তবে সেই চিঠিতেই ঘটে যত বিপত্তি৷

[পাকিস্তানে ক্রমাগত বাড়ছে অমুসলিম ভোটারের সংখ্যা, শীর্ষে হিন্দুরাই]

বৃদ্ধা ভোনে মাসোন জানান, চিঠিটা হাতে পাওয়ার পরে অবাক হন তিনি৷ ইংরাজিতে লেখা সেই চিঠিতে ভরতি ছিল ব্যাকরণগত বা গ্রামাটিক্যাল ভুল৷ যেহেতু শিক্ষিকা ছিলেন তাই নিজেকে সামলাতে পারেননি৷ সমস্ত ভুল সংশোধন করে তা আবার ফেরত পাঠিয়ে দেন হোয়াইট হাউসের উদ্দেশে৷ পাঠানোর আগে সংশোধন করা চিঠির একটি ছবিও তুলে নেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় চিঠিটি আসতেই ভাইরাল হয়৷ শুরু হয় ট্রোল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement