সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলে বিভিন্ন নির্মাণ সংস্থায় কাজ করতেন কয়েক হাজার প্যালেস্তিনীয় শ্রমিক। কিন্তু গত ছয় মাসে পরিস্থিতি প্রায় পুরোটাই বদলে গিয়েছে। হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর তাদের মধ্যে অধিকাংশকেই কাজ থেকে ছাঁটাই করে ফেলেছে ইজরায়েল। ফলে পেটে টান পড়েছে প্যালেস্তিনীয়দের। কিন্তু এতে লক্ষ্মীলাভ হয়েছে ভারতীয় শ্রমিকদের। চলতি এপ্রিল ও আগামী মে মাসে ইহুদি দেশটিতে কাজ করতে যাচ্ছেন ছয় হাজারের উপর ভারতীয়।
একদিকে, প্যালেস্তিনীয়দের কাজ থেকে ছেঁটে ফেলা। অন্যদিকে, ইজরায়েলি শ্রমিকদের কর্মক্ষেত্র থেকে সেনাবাহিনীতে যোগ দেওয়ানো। এই দুই কারণে প্রবল শ্রমিক সংকট দেখা দিয়েছে ইজরায়েলে। আর এতেই ভারতের জন্য কর্মসংস্থানের পথ খুলে গিয়েছে। গত বছরের নভেম্বরে ১ লক্ষ ভারতীয় শ্রমিক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল ইহুদি দেশটি। বুধবার সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থ এবং নির্মাণ ও গৃহমন্ত্রক যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে। প্লেনে ভারত থেকে শ্রমিকদের ইজরায়েলে উড়িয়ে আনা হবে।” বিবৃতিতে আরও জানানো হয়, ‘খুব অল্প সময়ের মধ্যে বহু বিদেশি ইজরায়েলের নির্মাণ সংস্থাগুলোতে যোগ দিয়েছেন।’
জানা গিয়েছে, ভারত ও ইজরায়েল দুদেশের মধ্যে চুক্তির ভিত্তিতে শ্রমিকরা কাজ করতে যাচ্ছেন। গত সপ্তাহের মঙ্গলবার ৬৪ জন ইজরায়েলে গিয়েছেন। আগামী কয়েক সপ্তাহে আরও অনেকে সেদেশে পৌঁছে যাবেন। গত ডিসেম্বর শ্রমিকদের নিয়ে আলোচনা ফোনে আলোচনা করেছিলেন নেতানিয়াহু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বলে রাখা ভালো, ‘ওয়ার্ক ভিসা’র মাধ্যমে প্যালেস্তিনীয়রা ইজরায়েলে কাজ করতে যেতেন। কিন্তু গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে হামাসের রক্তক্ষয়ী হামলার পর বহু প্যালেস্টাইনের বহু নাগরিকের ‘ওয়ার্ক ভিসা’বাতিল হয়েছে। কাজ হারিয়েছেন তাঁরা। আর ইজরায়েলি শ্রমিকরা লড়ছেন যুদ্ধক্ষেত্রে। তাই ‘বন্ধু’ ভারতেই ভরসা রাখছে তেল আভিভ। যাতে লাভবান হচ্ছে নয়াদিল্লিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.