Advertisement
Advertisement

Breaking News

Emmanuel Macron

Emmanuel Macron: দ্বিতীয়বার ফরাসি প্রেসিডেন্ট নির্বাচিত ম্যাক্রোঁ, ‘বন্ধু’কে শুভেচ্ছা জানালেন মোদি

ক্ষমতায় ফিরে দেশবাসীর জীবনযাত্রার মানোন্নয়নের প্রতিশ্রুতি দিলেন ইমানুয়েল ম্যাকরঁ।

Emmanuel Macron wins for second term in France Presidential Election, PM Modi congratulates him | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 25, 2022 9:14 am
  • Updated:April 25, 2022 1:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশামতোই দ্বিতীয়বার ফরাসি প্রেসিডেন্টের কুর্সিতে বসলেন ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। অতি ডানপন্থীদের হারিয়ে ফের দেশের ক্ষমতায় ফেরায় উচ্ছ্বসিত ম্যাক্রোঁর সমর্থকরা। ভারতীয় সময় অনুযায়ী, সোমবার ভোর নাগাদ এই খবর পেয়ে ফ্রান্সের (France) প্রেসিডেন্টকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। টুইটে তাঁর বার্তা, “অভিনন্দন! ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করতে হাতে হাত ধরে কাজ করব আমরা।”

রবিবার ফরাসি সময় অনুযায়ী সকাল থেকে ভোটগণনা চলছিল। সময় যত এগোয়, ততই ম্যাক্রোঁর ভোটবাক্স পূর্ণ হতে থাকে। ক্রমশ পিছিয়ে যেতে থাকেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অতি ডানপন্থী মেরিন লি পেঁ (Marine Le Pen)। ৯৭ শতাংশ ভোটগণনা শেষে দেখা যায়, ম্যাক্রোঁ পেয়েছেন ৫৭.৪ শতাংশ ভোট এবং লে পেনের ঝুলিতে এসেছে প্রায় ৪২ শতাংশ ভোট। অর্থাৎ লড়াই বেশ টক্কর ছিল বোঝা যায়। জয়ের ইঙ্গিত স্পষ্ট হতে রাতেই প্যারিসের আইফেল টাওয়ারের (Eiffel Tower) নিচে জমায়েত করেন ম্যাক্রোঁর সমর্থকরা। এরপর গভীর রাতে স্ত্রীকে নিয়ে জনসমক্ষে হাজির হন নবনির্বাচিত প্রেসিডেন্ট। নাতিদীর্ঘ বক্তব্যও রাখেন। 

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে শিক্ষিকার সাধভক্ষণ নিয়ে শোরগোল স্কুলে, রিপোর্ট তলব শিক্ষা দপ্তরের]

ম্যাক্রোঁর বার্তা, “অনেকেই আমাকে ভোট দিয়েছেন শুধুমাত্র অতি-ডানপন্থী লি পেঁ-কে ক্ষমতায় আসতে দেবেন না বলে। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে আমাদের সরকার তাঁদের সমস্ত চাহিদা মেটাবে। ফ্রান্সের একজন নাগরিকও অবহেলায় পড়ে থাকবেন না। প্রত্যেকের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করব।”  দেশের বিদায়ী স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান জানিয়েছেন, যেহেতু ম্যাক্রোঁই পুনর্নির্বাচিত হয়েছেন, তাই সবরকম সরকারি নীতি প্রায় একই থাকবে। তবে এবার দেশের আমজনতার চাহিদাকে গুরুত্ব দেওয়া হবে।

[আরও পড়ুন: ‘ওঁকে মেরে ফেলা হতে পারে’, অনুব্রতর নিরাপত্তা নিয়ে এবার বিস্ফোরক দিলীপ ঘোষ]

রাতেই ইউরোপের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা জানান ম্যাক্রোঁকে। বেলজিয়াম, জার্মানি, ব্রিটেন তাঁর জয়ে আনন্দ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন। এদিকে,  সামান্য ব্যবধানে ম্যাক্রোঁর কাছে হারের সঙ্গে সঙ্গেই পরাজয় স্বীকার করেছেন প্রতিদ্বন্দ্বী মারিন লে পেন। তবে তাঁর লড়াই চলবে বলেও প্রতিজ্ঞাবদ্ধ তিনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement