Advertisement
Advertisement

Breaking News

Elon Musk

১৪তম সন্তানের বাবা হলেন এলন মাস্ক, সুখবর শোনালেন চতুর্থ স্ত্রী

মাত্র কয়েকদিন আগেই মাস্কের আরেক সন্তানের জন্ম দেন মার্কিন ইনফ্লুয়েন্সার!

Elon Musk welcomes 14th child
Published by: Biswadip Dey
  • Posted:March 1, 2025 1:56 pm
  • Updated:March 1, 2025 1:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার বাবা হলেন ধনকুবের এলন মাস্ক। তাঁর স্ত্রী শিভন জিলস চতুর্থ সন্তানের জন্ম দিয়েছেন। শিশুপুত্রটির নাম রাখা হয়েছে সেলডন লাইসারগাস। জিলস এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এই খবর দিয়েছেন সকলকে। এই নিয়ে চোদ্দোটি সন্তানের বাবা হলেন মাস্ক। এই সন্তানদের মা চার মহিলা। মাস্কের এমন বহুবিধ সম্পর্ক নিয়ে আগ্রহ রয়েছে গোটা বিশ্বের।

প্রসঙ্গত, জিলস প্রথমবার মাস্কের সন্তানের জন্ম দেন ২০২১ সালের নভেম্বরে। যমজ সন্তান স্ট্রাইডার, আজুরের জন্মের কথা সকলকে জানিয়েছিলেন তাঁরা। জিলস ছিলেন মাস্কের সংস্থা নিউরোলিঙ্কের একজন আধিকারিক। এরপর তাঁরা সম্পর্কে জড়ান। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁদের তৃতীয় সন্তান আর্কাডিয়ার জন্ম হয়। এবার জন্ম নিল যুগলের চতুর্থ সন্তান।

Advertisement

মাত্র কয়েকদিন আগেই মাস্কের আরেক সন্তানের জন্ম দেন মার্কিন ইনফ্লুয়েন্সার! এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সেই ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার। সেখানেই ৩১ বছর বয়সি লেখিকা ও ইনফ্লুয়েন্সার বিস্ফোরক দাবি করেন। জানান, ৫ মাস আগে তিনি এক সন্তানের জন্ম দিয়েছেন। যার বাবা নাকি এক্স কর্তা এলন মাস্ক!

এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। এরপরই অ্যাশলে জানান, সন্তানের সুরক্ষার কথা ভেবেই নাকি গোটা বিষয়টা গোপন করেছিলেন তিনি। পাশাপাশি সংবাদমাধ্যমের কাছে তাঁর আর্জি, যেন খুদের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে না আনা হয়। কারণ, তিনি চান তাঁর সন্তান বেড়ে উঠুক সুস্থ-স্বাভাবিক পরিবেশে। এর আগে মাস্কের ১২ সন্তান রয়েছে। প্রথম স্ত্রীর সঙ্গে রয়েছে ৫ সন্তান। বিখ্যাত গায়িকা মাস্কের ৩ সন্তানকে গর্ভে ধারণ করেছেন। জিলসের চার ও অ্যাশলের একটি সন্তান মিলিয়ে তাঁর মোট সন্তানের সংখ্যা হল ১৪।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub