সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট (USA President) নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীর ভূয়সী করলেন এলন মাস্ক। দিন কয়েক আগেই প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী হিসাবে নিজের নাম ঘোষণা করেছিলেন বিবেক রামাস্বামী (Vivek Ramaswami)। তাঁকে নিয়েই মুখ খুলেছেন মাস্ক (Elon Musk)। টুইটার তথা এক্স-এর মালিক জানালেন, প্রেসিডেন্ট হিসাবে খুবই সম্ভাবনাময় রামাস্বামী। প্রসঙ্গত, আপাতত তিনজন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন।
কেরলের বাসিন্দা ছিলেন রামাস্বামীর বাবা-মা। সেখান থেকে মার্কিন মুলুকে পাড়ি দেন তাঁরা। আমেরিকাতেই জন্ম হয় বিবেক রামাস্বামীর। হার্ভার্ড ও ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। ৩৭ বছর বয়সেই আমেরিকার বিখ্যাত শিল্পপতিদের মধ্যে অন্যতম তাঁর নাম। সেই বিবেক রামাস্বামীর হয়ে গলা ফাটালেন এলন মাস্ক।
He is a very promising candidate https://t.co/bEQU8L21nd
— Elon Musk (@elonmusk) August 17, 2023
যদিও মাস্কের সঙ্গে রামাস্বামীর সম্পর্ক খুব একটা মধুর নয়। মাসকয়েক আগেই চিন সফর ঘিরে মাস্ককে ভালরকম কটাক্ষ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি। ওই সফরে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন টেসলা কর্তা। সেই সঙ্গে ঘোষণা করেন, চিনে নিজের সংস্থা টেসলাকে আরও ছড়িয়ে দিতে চান তিনি। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই চিনের সঙ্গে মাস্কের সখ্যতাকে বিঁধে দীর্ঘ বিবৃতি দেন রামাস্বামী। তিনি বলেন, বেশ কয়েকজন মার্কিন ব্যবসায়ীকে নিজের হাতের পুতুলে পরিণত করেছে চিন।
কিন্তু সেই রামাস্বামীর প্রশংসায় পঞ্চমুখ হলেন মাস্ক। বিবেকের একটি সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করেন এক মার্কিন সাংবাদিক। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় রিপোস্ট করে মাস্ক বলেন, “প্রেসিডেন্ট পদে বিবেক রামাস্বামী খুবই সম্ভাবনাময় প্রার্থী।” তবে রিপাবলিকানদের তরফে প্রার্থী হওয়ার দৌড়ে ইতিমধ্যেই নাম লিখিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মতো হেভিওয়েট নেতারা। তবে একাধিকবার ট্রাম্পের বিরোধী রিপাবলিকান নেতাদেরই সমর্থন করতে দেখা গিয়েছে মাস্ককে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.