Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

বাদ স্ত্রী মেলানিয়া, নির্বাচনে জিতে বিশেষ বন্ধু মাস্ককে নিয়ে ‘ফ্যামিলি ফটো’ ট্রাম্পের

ট্রাম্প প্রশাসনে বড় ভূমিকা নিতে চলেছেন মাস্ক?

Elon Musk joins family photo of Donald Trump
Published by: Anwesha Adhikary
  • Posted:November 8, 2024 12:22 pm
  • Updated:November 8, 2024 12:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ধনকুবের এলন মাস্কের হৃদ্যতা অনেকদিনের। গত মঙ্গলবারের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার পর এবার তাঁর পারিবারিক ছবিতেও দেখা গেছে মাস্ককে। কিন্তু নেই ট্রাম্প স্ত্রী মেলানিয়া।

নির্বাচনের ফল প্রকাশের পর সপরিবারে একটি ছবি তোলেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট। সেই ছবিতে ছিল ডোনাল্ড ট্রাম্পের নাতনি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের মেয়ে কাই ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়ার পর কাই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পারিবারিক ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন–‘আমাদের পুরো বাহিনী’। ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সন্তান ব্যারন, এরিক, ইভাঙ্কা, টিফানি, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিকের স্ত্রী লারা রয়েছেন। পারিবারিক ওই ছবিতে আছেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্ক।

Advertisement

উল্লেখ্য, এলন মাস্ক নির্বাচনে খোলাখুলিভাবে ট্রাম্পকে সমর্থন করেছেন এবং তাঁর পক্ষে প্রচারও চালিয়েছেন। চলতি বছরের শুরুর দিকে তিনি ট্রাম্পকে সমর্থনের কথা ঘোষণা করেন। মাস্ক এবারের নির্বাচনে ট্রাম্পকে ১১ কোটি ৯০ লাখ ডলার অনুদান দিয়েছেন। তাই দ্বিতীয় ট্রাম্প প্রশাসনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, ট্রাম্পের ঐতিহাসিক জয়ের পর পারিবারিক ছবিতে তাঁর স্ত্রী মেলানিয়া নেই কেন?

উল্লেখ্য, জয় নিশ্চিত হওয়ার পরেই ফ্লোরিডায় দলের সদস্য, সমর্থকদের জমায়েতে ভাষণ দেন ট্রাম্প। বক্তব্যের মাঝে স্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ভাবী মার্কিন প্রেসিডেন্ট। স্ত্রীর লেখা বইয়ের প্রশংসা করে তাঁকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুমু খান। প্রসঙ্গত, মাস কয়েক আগে স্বামী ঘুষের বিনিময়ে যৌন সম্পর্ক গোপনের চেষ্টায় দোষী সাব্যস্ত হওয়ার পর মেলানিয়া দূরত্ব বাড়িয়েছিলেন। পারিবারিক ছবিতে মেলানিয়ার অনুপস্থিতি ফের দূরত্ব বাড়ানোর জল্পনা উসকে দিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement