Advertisement
Advertisement

Breaking News

বৌদ্ধ সন্ন্যাসীকে কুপিয়ে খুন

মুক্তমনা ব্লগারদের পর এবার বাংলাদেশে খুন হলেন এক বৃদ্ধ বৌদ্ধ সন্ন্যাসী৷ ঘটনাটি ঘটেছে শনিবার দক্ষিণপূর্ব বাংলাদেশের বান্দারবন জেলায়৷

Elderly Buddhist Monk Hacked to Death in Bangladesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 14, 2016 8:16 pm
  • Updated:May 14, 2016 8:16 pm  

মুক্তমনা ব্লগারদের পর এবার বাংলাদেশে খুন হলেন এক বৃদ্ধ বৌদ্ধ সন্ন্যাসী৷ ঘটনাটি ঘটেছে শনিবার দক্ষিণপূর্ব বাংলাদেশের বান্দারবন জেলায়৷

বান্দারবন জেলার পুলিশ সুপার জশিমুদ্দিন জানিয়েছেন, এদিন সকালে উদ্ধার হয় মং শু ইউ চাক নামে পঁচাত্তর বছরের ওই বৃদ্ধ বৌদ্ধ সন্ন্যাসীর দেহ৷ ঢাকা থেকে সাড়ে তিনশো কিলোমিটার দক্ষিণে বাইশরি এলাকার একটি বৌদ্ধমন্দির থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহটি৷ যেখানে দেহটি পরে ছিল মন্দিরের সেই জায়গায় অনেকের পায়ের ছাপ পেয়েছে পুলিশ৷ তাই অন্তত চার-পাঁচজন মিলে ওই বৃ্দ্ধ বৌদ্ধসন্ন্যাসীকে খুন করেছে বলে সন্দেহ পুলিশের৷ তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয়৷ কোন সংগঠনও এখন খুনের দায় স্বীকার করেনি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement