Advertisement
Advertisement
Imran Khan

‘খুন হয়ে যাবেন ইমরান, নয়তো…’, বিস্ফোরক পাক স্বরাষ্ট্রমন্ত্রী, তীব্র নিন্দা PTI-এর

পাকিস্তানকে বিষিয়ে দিয়েছেন ইমরান, দাবি পাক মন্ত্রীর।

Either Imran Khan or us will be dead, Pakistan interior minister made massive statement | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 27, 2023 3:48 pm
  • Updated:March 27, 2023 3:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হয় ইমরান খান (Imran Khan) নিজে খুন হবেন, নয়তো সরকারের প্রতিনিধিদের খুন করাবেন। দেশকে এমনই বিপজ্জনক পরিস্থিতিতে পৌঁছে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বিতর্কিত এই মন্তব্য করলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা। তাঁর মতে, দেশের মানুষের মনকে কার্যত বিষিয়ে দিয়েছেন ইমরান। তাই বিরোধী মানসিকতাকে একেবারে নিঃশেষ করতে উঠে পড়ে লেগেছে সকলেই।

গত বছর নভেম্বর মাসে ইমরানের সভায় গুলি চালায় এক বন্দুকবাজ। ইমরানের পায়ে গুলি লাগলেও সুস্থ হয়ে ওঠেন তিনি। সেই সময়ে বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক অভিযোগ আনেন, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা (Rana Sanaullah) ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁকে হত্যা করতে চান। সেই জন্যই ইমরানের মিছিলে ইচ্ছাকৃতভাবে হামলা হয়েছে। যদিও রবিবার ইমরানের নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁকে কন্টেনারের মধ্যে থেকে বক্তৃতা দেওয়ার নির্দেশ দেয় পাক প্রশাসন।

Advertisement

[আরও পড়ুন: নেতাজি ইন্ডোরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠান বয়কট বিজেপির, কেন এমন সিদ্ধান্ত?]

এহেন পরিস্থিতিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিতর্কিত মন্তব্য করেন সানাউল্লা। তাঁর মতে, “হয় ইমরান খুন হবেন নয়তো আমরা। কারণ পাকিস্তানের (Pakistan) রাজনীতিকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন ইমরান, যেখানে হয় তাঁর দল থাকবে নয়তো আমাদের দল। রাজনীতিকে শত্রুতা বানিয়ে দিয়েছেন ইমরান। এখন থেকে তাঁকে আমরা শত্রু হিসাবেই দেখব। “

স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে ইমরানের দল পিটিআই। দলের তরফে নেতা ফাওয়াদ চৌধুরি বলেন, “পাকিস্তানের জোট সরকার ইমরান খানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। উনি কি সরকার চালাচ্ছেন নাকি গুণ্ডা দল? স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্য ইমরানকে খুন করা, সেই বিষয়টি এবার পরিষ্কার হয়ে গেল। আশা করি এই ঘটনায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে।” 

[আরও পড়ুন: সময়সীমা শেষ, পঞ্চায়েতের ৭৫ শতাংশ আসনে প্রার্থীই পাচ্ছে না বিজেপি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement