সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর বিমান দুর্ঘটনা (Plane Crash)। মাটিতে আছড়ে পড়া মাত্র বিস্ফোরণ হল বিমানে। ভাইরাল হল সেই ভয় জাগানো দৃশ্যের ভিডিও। শনিবার গভীর রাতে অস্ত্রবাহী একটি ইউক্রেনীয় (Ukraine) বিমান ভেঙে পড়ল গ্রিস (Greece) ভূখণ্ডে। জানা গিয়েছে, বিমানটির গন্তব্য ছিল বাংলাদেশ (Bangladesh)। রবিবার ওই বিমানটির ভেঙে পড়ার খবর নিশ্চিত করে সার্বিয়া (Serbia) সরকার। জানা গিয়েছে, বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে উত্তর গ্রিসের কাভালা (Kavala) শহরের কাছে ভেঙে পড়ে পণ্যবাহী আন্তোনভ অ্যান-১২ (Antonov An-12) ইউক্রেনীয় বিমানটি। ইতিমধ্যে সেটির ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি বাংলাদেশ সরকার কিছু সামরিক সরঞ্জামের বরাত দিয়েছিল সার্বিয়াকে। বিমানে মোট ১১ মেট্রিক টন সেই সামরিক সরঞ্জামই ছিল। যদিও তা আর বাংলাদেশে পৌঁছায়নি। যেহেতু মাঝপথে আন্তোনভ অ্যান-১২ ভেঙে পড়ে।
জানা গিয়েছে, মাঝ আকাশে বিমানের ইঞ্জিনের গোলোযোগের বিষয়টি আন্দাজ করেন পাইলট। সেই মতো গ্রিসে জরুরি অবতরণ করতেও চেয়েছিলেন তিনি। কিন্তু পরমুহূর্তেই বিমানের নিয়ন্ত্রণ হারায় বলে মনে করা হচ্ছে। কারণ এরপরেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উল্লেখ্য, বিমান দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে, মাটিতে আছড়ে পড়ছে বিমানটি। দাউ দাউ করে জ্বলে উঠছে। কিছুক্ষণ পরেই প্রবল বিস্ফোরণ হয়। মনে করা হচ্ছে, পাইলট-সহ ওই বিমানের সকলেরই মৃত্যু হয়েছে। সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোসা স্টেফ্যানোভিচ (Nebojsa Stefanovic) জানিয়েছেন, মৃত আট জনই ইউক্রেনের নাগরিক। সার্বিয়া প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আরও নিশ্চিত করা হয়েছে, এই বিমান দুর্ঘটনার সঙ্গে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Ukraine-Russia War) কোনও সম্পর্ক নেই। কিন্তু ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে। বিমানের ব্ল্যাক বক্স সংগ্রহ করে এই বিষয়ে নিশ্চিত হতে চাইছে সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.