সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাইতে ভয়াবহ পথ দুর্ঘটনা৷ এই ঘটনায় কমপক্ষে সতেরো জনের মৃত্যু হয়েছে৷ নিহতদের মধ্যে আটজন ভারতীয়৷ তাঁদের নাম-পরিচয়ও ইতিমধ্যে জানা গিয়েছে৷ চলছে মৃতদেহ দেশে ফেরানোর তোড়জোড়৷ নিহতদের পরিজনদের সঙ্গে দূতাবাসের তরফে যোগাযোগ রাখা হয়েছে৷
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধে ৬টায় একটি বাস ওমান থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল৷ সেই সময় বাসে কমপক্ষে ৩১ জন যাত্রী ছিলেন৷ শেখ মহম্মদ বিন জায়েদ রোডে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারায়৷ রাস্তার পাশে থাকা একটি সিগনালে সজোরে ধাক্কা মারে৷ তাতেই বাসের ভিতরে থাকা সকলেই জখম হন৷ তড়িঘড়ি তাঁদের উদ্ধার করা হয়৷ স্থানীয় রশিদ হাসপাতালে নিয়ে যাওয়া দুর্ঘটনাগ্রস্তদের৷ কিছুক্ষণ চিকিৎসার পর একে একে সতেরোজন যাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ তাঁদের মধ্যে চারজন ভারতীয়৷ প্রাথমিক চিকিৎসার পর ১০ জনকে ছেড়ে দেওয়া হয়৷ জখম আরও চারজন এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন৷ তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷
ইতিমধ্যেই দুবাই প্রশাসনের তরফে নিহতদের নাম ঘোষণা করা হয়েছে৷ নিহত ভারতীয়রা হলেন রাজাগোপালন, ফিরোজ খান পাঠান, রেশমা ফিরোজ খান পাঠান, দীপক কুমার, জামালুদ্দিন আরাক্কাভেট্টিল, কিরণ জনি, বসুদেব, তিলকরাম জওহর ঠাকুর৷ দুর্ঘটনায় মৃত ভারতীয় বাসযাত্রীদের পরিজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ যত তাড়াতাড়ি সম্ভব দেহ হস্তান্তরের তোড়জোড় চলছে৷ চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর৷ সেটি হল ৯৭১-৫৬৫৪৬৩৯০৩ এবং ৯৭১-৫০৪৫৬৫৪৪১৷ বিদেশ-বিভুঁইয়ে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকে ভাসছেন নিহতদের পরিজনেরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.