Advertisement
Advertisement

Breaking News

ন’মাস বেতন নেই, খাদ্যাভাবে জাহাজে আটকে ৮ ভারতীয় নাবিক

ক্রমাগত খারাপ হচ্ছে পরিস্থিতি৷

Eight Indian sailors stranded for nine months in Dubai
Published by: Tanujit Das
  • Posted:September 26, 2018 5:32 pm
  • Updated:September 27, 2018 12:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদের পকেটে নেই টাকা, বিগত ন’মাস ধরে পাচ্ছেন না বেতন, মিলছে না যথাসাধ্য খাদ্যখাবার৷ এমতাবস্থায় দুবাইয়ে আটকে রয়েছেন ৮ ভারতীয় নাবিক৷ গত নভেম্বরে তাঁদের সেখানে পাঠায় একটি আমদানি-রপ্তানিকারি একটি ভারতীয় সংস্থা৷ অভিযোগ, তারপর মাত্র একমাস পারিশ্রমিক পেয়েছেন তাঁরা৷ বাকি ন’মাসের পারিশ্রমিক তাঁরা এখনও পাননি৷ যে পরিমাণ অর্থ নিয়ে তাঁরা সেখানে পাড়ি দিয়েছিলেন তাও শেষ হয়ে গিয়েছে৷ ফলে কার্যত না খেয়ে অতীব কষ্টে সেই শ্রমিকদের দিন কাটছে দুবাইয়ে৷ অথচ সেই সংস্থার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মিলছে না৷

[কয়েক কোটি মানুষের দারিদ্র দূর করেছে ভারত, প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প]

Advertisement

জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে সংযুক্ত আরব আমিরশাহির ফেডারেল ট্রান্সপোর্ট অথরিটি৷ ওই সংস্থাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আটজন শ্রমিককে দেশের ফিরিয়ে নেওয়ার৷ জানা গিয়েছে, কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে সংস্থাটি৷ ফলে ওই শ্রমিকদের সামনে একটি প্রস্তাব রেখেছে তারা৷ তাঁদের বলা হয়েছে, একমাসের পারিশ্রমিক নিয়ে দেশে ফিরে আসতে৷ এরপর তাদের জাহাজ বিক্রি করে ওই শ্রমিকদের বাকি পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওই সংস্থার পক্ষ থেকে৷

[‘রাফালে চুক্তির সময় ক্ষমতায় ছিলাম না’, দায় এড়ালেন ফ্রান্সের প্রেসিডেন্ট]

ওই শ্রমিকরা জানান, ন’মাস আগে তাঁদের ন্যূনতম অর্থ ও খাদ্য দিয়ে দুবাইয়ে পাঠানো হয়৷ যাত্রাপথের মাঝেই শেষ হতে থাকে তাঁদের খাবার৷ এমনকি ফুরোতে থাকে জাহাজের জ্বালানি৷ এরপর প্রয়োজনের তুলনায় কম খেয়ে, খাবার জমাতে থাকেন তাঁরা৷ আট নাবিককে নিয়ে অবশেষে কোনওক্রমে দুবাইয়ে পৌঁছায় এমভি টাপম্যান নামের জাহাজটি৷ কয়েকদিন সেখানে তাঁদের খাবার দেয় নটিক্যাল ইন্সটিটিউট নামে একটি সংস্থা৷ তবে পরে তারাও মুখ ফিরিয়ে নেয়৷ তাঁদের পরিবারের অবস্থা নিয়েও চিন্তায় রয়েছেন আট নাবিক৷ মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিতে পারেন তাঁরা৷ এমনই জানাচ্ছেন তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement