সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের অন্যতম প্রাচীন শহর৷ আজ কার্যত পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ কালের নিয়মে নয়, ক্ষমতার লড়াইয়ের সৌজন্যে৷ চার বছরেরও বেশি সময় ধরে চলছে আলেপ্পোর গৃহযুদ্ধ৷ একদিকে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী৷ অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠী৷ দুই পক্ষের সংঘর্ষে রক্তাক্ত গোটা একটা শহর৷
রাশিয়ার মদতে অবশ্য এখন ৯০ শতাংশ আলেপ্পো আসাদ-বাহিনীর দখলে৷ বাধ্য হয়ে সমঝোতার পথে হাঁটেছে বিরোধীরাও৷ কিন্তু এক আস্ত ধ্বংসস্তূপের উপর হয়েছে এই শান্তি চুক্তি৷ আবালবৃদ্ধবনিতা সবার চোখে এখন শুধুই হারানোর যন্ত্রণা ছাড়া আর কিছু নেই৷ বিদ্রোহীদের চুক্তিতে অবশ্য শহর ছাড়ার অনুমতি পেয়েছে অবশিষ্ট শহরবাসী৷ কিন্তু বেঁচেই বা ক’জন রয়েছেন?
আলেপ্পোবাসীর এই দুর্দশাকে বিশ্বের সামনে তুলে ধরতেই বুধবার বেশ কিছুক্ষণ অন্ধকার হয়ে থাকল আইফেল টাওয়ার৷ প্যারিসের সময় অনুযায়ী রাত আটটায় নিভিয়ে দেওয়া হয় টাওয়ারের আলো৷ যুদ্ধ বিধ্বস্ত আলেপ্পোর কথা তুলে ধরতেই এই পদক্ষেপ বলে জানান প্যারিসের মেয়র অ্যান হিদাল্গো৷ তিনি জানান, কিছু মানুষের ক্ষমতার লড়াইয়ের বলি হয়েছেন সাধারণ নিরাপরাধ মানুষ৷ তাঁদের সেই রক্তঝরার কাহিনি তুলে ধরতে অনেকে লাল পোশাক পরেও এদিন টাওয়ারের সামনে এসেছিলেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.