Advertisement
Advertisement

Breaking News

অবলা বাঁদরকেও ছাড়ল না! বিকৃতকাম মহিলার কী হল জানেন?

দাবানলের মতো ছড়িয়ে পড়েছে মহিলার কুকীর্তির ভিডিও।

 Egyptian woman is imprisoned for 'sexually harassing' a monkey
Published by: Tanujit Das
  • Posted:December 29, 2018 4:16 pm
  • Updated:December 29, 2018 8:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁদরকে যৌন হেনস্তার অভিযোগে তিন বছরের জেল হল যুবতীর৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে মিশরের মনসৌরা শহরে৷ অভিযুক্তের নাম বাসমা আহমেদ, বয়স ২৫৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজের ভিত্তিতে গত অক্টোবর মাসে ওই মহিলার গ্রেপ্তার করে পুলিশ৷ রুজু হয় মামলা এবং অবশেষে তাকে কারাবাসের সাজা শোনাল আদালত৷

[‘পুরোপুরি বন্ধ হবে মেক্সিকো সীমান্ত’, ডেমোক্র্যাটদের চরম হুঁশিয়ারি ট্রাম্পের]

Advertisement

মিশরের সংবাদমাধ্যম আল-হামরা জানিয়েছে, জনসমক্ষে অশ্লীল কাজে যুক্ত থাকার অভিযোগে এবং প্রাণীর সঙ্গে বিকৃতকামে লিপ্ত থাকার অপরাধে বাসমাকে দোষী সাব্যস্ত করেছে আদালত৷ বিচারকের সামনে নিজের দোষও স্বীকার করেছে অভিযুক্ত৷ তবে, অনিচ্ছাকৃত ভাবেই ঘটনাটি ঘটে গিয়েছে বলে দাবি করেছে অভিযুক্ত৷ বিতর্ক দানা বাঁধে কয়েকমাস আগে৷ যখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে একটি নব্বই সেকেন্ডের ভিডিও৷ ভিডিওটিতে দেখা যায়, মিশরের নিলে দেলটা শহরের একটি দোকানে বাঁদরের যৌনাঙ্গে সুড়সুড়ি দিচ্ছেন অভিযুক্ত মহিলা এবং ওই কাজটি করতে বেশ মজাই পাচ্ছেন তিনি৷ ভিডিওটিতে হাসতেও দেখা যায় তাকে৷

[বগিবিলে উদ্বিগ্ন চিন! এস-৪০০ উৎক্ষেপণ লাল ফৌজের]

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়ে যায় মিশরের মতো গোঁড়া ইসলামিক দেশে৷ প্রতিবাদে ফেটে পড়েন নেটিজেনরা৷ বিষয়টি নজরে আসে প্রশাসনের৷ অক্টোবরে গ্রেপ্তার করা হয় বাসমাকে৷ পুলিশ জানিয়েছেন, এই প্রথম নয়, এর আগেও দু’বার দেশের আইনভঙ্গের অভিযোগ উঠেছে বাসমা আহমেদের বিরুদ্ধে৷ কিন্তু সেবার কোনওক্রমে রক্ষা পেয়ে গিয়েছিলেন তিনি৷ তবে এবার আর শেষরক্ষা হল না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement