Advertisement
Advertisement

Breaking News

মিশরে বন্দুকবাজের হামলায় মৃত অন্তত ২৩

বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 26, 2017 12:28 pm
  • Updated:May 26, 2017 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে কপ্টিক খ্রিস্টানদের একটি বাসে বন্দুকবাজের হামলায় মৃত অন্তত ২৩ জন। খবরটি জানিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেল। কোনও জঙ্গিগোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধেই অভিযোগ আঙুল উঠছে।

 

Advertisement

সংবাদসংস্থা এপি সূত্রে খবর, শুক্রবার মিনয়া প্রদেশে বন্দুকবাজের হামলার মূল টার্গেট ছিলেন সংখ্যালঘু খ্রিস্টানরাই। শুধু মিশর নয়, লিবিয়া ও পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা জঙ্গিদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। এদিনের হামলায় আহত হয়েছেন অন্তত ২৫ জন, জানিয়েছে এপি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

এর আগে ইস্টার চলাকালীন আলেকজান্দ্রিয়ার চার্চে হামলা চালিয়ে খ্রিস্টানদের হত্যা করে আইএস জঙ্গিরা। নাইল ডেলটা সিটির একটি চার্চে বিস্ফোরণে মৃত্যু হয় অন্তত ২১ জনের, আহত হন ৫০ জনেরও বেশি৷

গতবছরের ডিসেম্বরে কায়রোর ক্যাথিড্রালে সংখ্যালঘু খ্রিস্টানদের লক্ষ্য করে প্রায় একইরকম হামলায় ২৫ জনের মৃত্যু হয়, আহত হন ৪৯ জন৷ সেটাই ছিল মিশরের সংখ্যালঘুদের বিরুদ্ধে এখনও পর্যন্ত নৃশংসতম হামলা৷ ওই হামলার দায় স্বীকার করে ইসমালিক স্টেট জঙ্গি সংগঠন৷

এমনিতেই ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের বাড়বাড়ন্তে আতঙ্কিত মিশরের খ্রিস্টানরা৷ ২০১৫-য় লিবিয়া কর্মরত ২১ জন মিশরীয় খ্রিস্টানকে হত্যা করে জঙ্গিরা৷ এমনকী, নিজেদের দেশেও মুসলিম প্রতিবেশীদের হাত থেকে রেহাই পান না সংখ্যালঘু খ্রিস্টানরা৷ মিশরে চার্চ পোড়ানো, খ্রিস্টানদের বাড়ি জ্বালিয়ে দেওয়া নিত্যদিনের ঘটনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement