ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Indonesia)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। কম্পনের পরই জারি করা হয়েছে সুনামি সতর্কতাও।
জানা গিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত তিনটে নাগাদ কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির তলায় ৮৪ কিমি নিচে, মেন্টাওয়াই দ্বীপপুঞ্জের ১৭৭ কিমি ইত্তর-পশ্চিমে। প্রথম কম্পনের পরও আরও বেশ কয়েকবার কেঁপে ওঠে মাটি। এর মধ্যে একটি কম্পনের মাত্রা ছিল ৫। মাটি কেঁপে ওঠার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত ভূমিকম্পে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কম্পন অনুভূত হয়েছে পশ্চিম সুমাত্রা ও উত্তর সুমাত্রাতেও। সবচেয়ে তীব্র কম্পন ৩০ সেকেন্ডের মতো স্থায়ী হয়েছিল বলে জানা গিয়েছে।
#EXCLUSIVE AFTERMATH OF EARTHQUAKE IN WEST SUMATERA, INDONESIA
Peoples rushed to evacuate themselves fear of tsunami
Tuesday, 25th April 2023 pic.twitter.com/P2SOWEbbdV
— Agraprana (@Agra3479) April 24, 2023
উল্লেখ্য, সোমবার সকালেই ৭.২ রিখটার স্কেলে ভূমিকম্প হয় নিউজিল্যান্ডে। ভূমিকম্পের উৎসস্থল ছিল কার্মাডেক দ্বীপপুঞ্জ। তবে ওই কম্পনেও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। দক্ষিণ গোলার্ধের ওই দেশটিতে অবশ্য সুনামি সতর্কতাও জারি করা হয়নি। কিন্তু ইন্দোনেশিয়ার কম্পন যেহেতু মাটির গভীরে, তাই সমুদ্রে অতিকায় ঢেউ তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই জারি হয়েছে সুনামি সতর্কতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.