Advertisement
Advertisement

Breaking News

Earthquake

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার, প্রভাব বাংলাদেশে, কাঁপল কলকাতাও

তীব্র কম্পনের জেরে মায়ানমারে ভেঙে পড়েছে একের পর এক বহুতল।

Earthquake of magnitude 7.2 hits Myanmar

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 28, 2025 12:52 pm
  • Updated:March 28, 2025 1:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার কয়েক মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প মায়ানমারে। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ৭.৭ এবং দ্বিতীয়টির মাত্রাও প্রায় ৭। এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এই ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশেও। কম্পন অনুভূত হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি ও সিকিমের একাধিক জায়গায়। কেঁপেছে দিল্লিও। কিন্তু তীব্র কম্পনের জেরে মায়ানমারে ভেঙে পড়েছে একের পর এক বহুতল। তবে এখনও পর্যন্ত প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কিন্তু ইতিমধ্যেই কম্পনের যে ছবি-ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়েছে তাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে পড়শি দেশে।   

জানা গিয়েছে, আজ ভারতীয় সময় ১১টা ৫০ মিনিটে প্রথম ভূমিকম্পটি হয় মায়ানমারে। যার উৎপত্তিস্থল সেদেশের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। সেই সময় কম্পন অনুভূত হয় বাংলাদেশের ঢাকা-সহ একাধিক জায়গায়। এর প্রভাব পড়েছে ভারতেও। কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলা ও সিকিমও। সূত্রের খবর অনুযায়ী, সিকিম ও গ্যাংটকের একাধিক হোটেলে ফাটল দেখা দিয়েছে।

Advertisement

এদিকে, ফের কয়েক মিনিটের ব্যবধানে ১২টা ২ মিনিটে ভূমিকম্পের আফটার শক হয় মায়ানমারে। এবার উৎপত্তিস্থল লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মায়ানমারের ভূমিকম্পের প্রভাব পড়েছে থাইল্যান্ডেও। সেখানেও একাধিক বহুতল ভেঙে পড়েছে। ইতিমধ্যেই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মায়ানমারে বহু মানুষের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement